সীমা পুরকাইত,দক্ষিণ ২৪পরগনাঃ
ক্ষত-বিক্ষত রক্তাক্ত অবস্থায় স্বামীর মৃত্যু মেনে নিতে পারছে না রেহেনা বিবি । পুলিশ প্রশাসনের সম্পূর্ন সহযোগিতা না মেলায় আজও বেপাত্তা চার অভিযুক্তরা হলেন নাসির সেখ,হাকিল সেখ,আব্দুল গাজি,হাসনাত গাজি।
বৃদ্ধ শ্বশুড়, বৃদ্ধা শ্বাশুড়ি ও এক মেয়েকে নিয়ে সংসার চালানো দায় হয়ে গিয়েছে সদ্য স্বামী হারা রেহেনার । অভিযুক্তদের অতিষ্ঠে এলাকার মানুষ বিতশ্রদ্ধ হয়ে পরেছে। অভিযুক্তদের শাস্তির দাবি পরিবার পরিজনের।
আরও পড়ুনঃ প্রৌঢ়কে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রী, ছেলে-মেয়ের বিরুদ্ধে
মগরাহাট থানার মোল্লারচক গ্রামে এক চিলতে টালির ঘরে বাস রেহেনা বিবির। স্বামী জাহাঙ্গির খান লেদারকমপ্লেক্স কম্পানিতে ১৫০০০ টাকার বেতনে কাজ করতেন। বাবা আয়ুব আলি মা জাহানারা বিবির জেষ্ঠো সন্তান জাহাঙ্গির।
পাড়াতেই ভালো,মিশুকে ছেলে হিসাবে পরিচিত ছিল সে। দুই ভাই চার বোনের মধ্য সবার প্রিয় ছিল জাহাঙ্গির। কি এমন হলো যে তার অকাল মৃত্যু ঘটল। চলতি মাসের ১৬/০২/২০২০ রবিবার সকালে হাতে পায়ে দড়ি বাঁধা গলাকাটা অবস্থায় ক্ষতবিক্ষত মৃতদেহ পরে থাকতে দেখা যায় বারুইপুর থানার জলধাপারের একটি নির্জন মাঠে।
স্থানীয়রা প্রথম দেখে বারুইপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে খোঁজ মেলে মৃতের পরিচয়ের। এরপর শুরু হয় তদন্ত। মৃত জাহাঙ্গির কলকাতা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরত।
শুক্রবার দুপুরে স্ত্রী রেহেনার সঙ্গে তার কথা হয় প্রথম। শেষ কথা হয় সন্ধ্যা ৭টা। মৃতের স্ত্রীর দাবি সন্ধ্যার সময় ফোনে না পেয়ে পাড়ার ছেলে গাড়ি চালক আব্দুল গাজিকে ফোন করে। সেখানে স্বামির খবর জানতে পায় সে।
তারপর আর কোনো যোগাযোগ করা যায়নি তার সাথে। সকালে মরমান্তিক খবরে মুষরে পরে রেহেনা। মৃত পরিবারের দাবি পরিকল্পিত ভাবে চারজন নাসির সেখ , হাকিম সেখ,আব্দুল গাজি ও হাসনাত গাজি খুন করে জাহাঙ্গিরকে।
এরা প্রত্যেকে জাহাঙ্গিরের পাড়ার ছেলে। বেশ কয়েকদিন যাবত আব্দুল গাজির সঙ্গে বন্ধুত্ত হয়েছিল জাহাঙ্গিরের। সেই সূত্রে নাসির ,হাকিল,হাসানের সঙ্গে আলাপ। নাসির হাকিল দুজনে সমাজ বিরোধী বলে দাবি স্থানিয়দের।
দুজনের নামে একাধিক থানায় অভিযোগ রয়েছে। কিন্তু পুলিশ এদের ধরতে ব্যর্থ। কি কারনে মৃত্যু তা নিয়ে বেঁধেছে ধোঁয়াশা। তবে পুলিশি তদন্তে পরিবারের সন্দেহে চারজনের নাম উঠে আসছে। অভিযুক্তরা প্রত্যেকে ঘটনার পর বেপাত্তা। অভিযুক্তদের শাস্তির দাবি পরিবার পরিজনদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584