বদরুল আলম, ঝাড়গ্রাম:-
পুলিশ সুপারের বার্তা “মূল স্রোতে থাকুন , সুস্থ স্বাভাবিক জীবন কাটান”।
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা পার্শ্বস্থ ময়দানে এক জনংযোগ কর্মসূচীর আয়োজন করে জেলা পুলিশ ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র ।ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ , ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অভিষেক গুপ্তা , ঝাড়গ্রামের জেলা শাসক আর . অর্জুন , মন্ত্রী চুঁড়ামনি মাহাতো , বিশিষ্ট সমাজসেবী অজিত মাইতি সহ সি.আর.পি.এফ এর আধিকারিকগণ ৷
এই কর্মসূচিতে নয়াগ্রামের মানুষদের উপস্থিতি ছিল নজরকাড়া ৷ দুস্থদের কাপড় , রান্নার বাসন , সুতো কাটার মেশিন , কম্বল ইত্যাদি দেওয়া হয় ৷ এছাড়া খুদে শিশুদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ , ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অভিষেক গুপ্তা সহ অন্যান্য আধিকারিকগণ।
পুলিশের এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে যথেষ্ট উন্মাদনা ছিল স্থানীয়দের মধ্যে ৷ উল্লেখ্য , একসময় মাওবাদীদের আঁতুড় ঘর ছিল জঙ্গলমহলের এই নয়াগ্রাম ৷ বিভিন্ন সময় একাধিক খুনের ঘটনাও ঘটত আগে এই এলাকায় ৷ মানুষ বাড়ি থেকে বেরাতেও ভয় পেতেন ৷ কিন্তু এখন অবস্থার বিপুল পরিবর্তন হয়েছে ৷ এলাকার মানুষ এখন দিনে রাতে স্বাচ্ছন্দের সাথে বেরাতে পারছেন ৷ একে একে অনেক মাওবাদীরা আত্মসমর্পনও করেছে ৷ তাই আজকের জনসংযোগ কর্মসূচি থেকে মাওবাদীদের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন , “যারা এখনও মূল স্রোতে ফিরেনি তারা আসুন এবং মুখ্যমন্ত্রীর প্যাকেজ নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন কাটান ৷” পুলিশ সুপার আরো বলেন যে,” আজকের এই কর্মসূচি থেকে বাড়ি ফিরে প্রত্যেকে বাড়ি বাড়ি বলবেন ঝাড়গ্রাম পুলিশ সকলের পাশে আছে৷ কন্যাশ্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সকল প্রকল্পেরই সুবিধা সবাই পাবেন ৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584