লকডাউনে ভ্রমণ করতে আসা আত্মীয়রা বাড়ির পরিবর্তে গেল কোয়ারেন্টাইনে

0
67

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

রাজ্যে ক্রমেই বাড়ছে মারণঘাতি ভাইরাস আক্রান্তের সংখ্যা। আর তার জেরেই আশংকায় দিন কাটছে রাজ্যবাসীর। আর এই সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দেশ সহ গোটা রাজ্যে চলছে লকডাউন। আর এহেন পরিস্থিতির মধ্যে কলকাতা থেকে বালুরঘাটের বাসন্তী বাগান এলাকায়, এক আত্মীয় আসার ঘটনায় আতংক ছড়ায় এলাকায়।

police | newsfront.co
নিজস্ব চিত্র

জানা যায়, দুদিন আগে বালুরঘাট কুন্ডু কলোনির বাসন্তী বাগান এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আসে চার জন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর প্রশাসন। শনিবার ওই চারজনকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্যকর্মীরা তাঁদের বাড়িতে আসেন।

আরও পড়ুনঃ লকডাউনে বন্ধ চা বাগানগুলিতে পোকার উপদ্রবে জেরবার চাষীরা

কিন্তু স্বাস্থ্য কর্মীদের দেখে বাড়ির লোক দরজা না খোলায়, উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।যদিও পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা পরিবারের লোকজনকে বোঝানোর পর, অবশেষে বিকেল চারটের পর কোয়ারেন্টাইনে যেতে রাজি হয় ওই চারজন। তারপর শান্ত হয় ওই এলাকা বলে স্থানীয় সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here