নিজস্ব সংবাদদাতা,নবদ্বীপঃ
রেল বাঁচাও দেশ বাঁচাও।এ,আই,আর,এফের ডাকে ই আর এম ইউ এর নেতৃত্বে তিনদিনের রিলে অনশন কর্মসূচি শুরু করেছে পূর্ব রেলের কর্মচারীরা। বুধবার পূর্ব রেলের রেলওয়ে মেন্স ইউনিয়নের সদস্যরা ৬ দফা দাবির ভিত্তিতে রিলে অনশন শুরু করেছে। সম্পাদক পার্থপ্রতিম রায়চৌধুরী সভাপতি শান্তনু দত্ত জানিয়েছেন যে দিনের পর দিন রেল দপ্তর কর্মচারীদের ওপর নানান ধরনের অত্যাচার নামিয়ে নিয়ে আসছে। কর্মচারীদের ৮ ঘন্টা ডিউটির পরিবর্তে আরও অধিক ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে এই নিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।
এছাড়াও রেলওয়ে কর্মরত মহিলাদের উপর চলছে নানা বিধ জুলুম অত্যাচার।ভিআর এস অর্থাৎ লারজেস সকীম অবিলম্বে চালু করতে হবে। এছাড়াও দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য এনপি এস বাতিল করতে হবে। এবং দ্রুত নির্দিষ্ট পেনশন নীতি চালু করতে হবে। রেলে বিদেশি বিনিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে। বিবেক দেবরায় কমিটি বাতিল করতে হবে। নয়া বেতন চালুর পাশাপাশি নয়া পেনশন বাতিল করতে হবে। দ্রুত রেলের প্রায় আড়াই লক্ষ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। যাত্রীসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই ধরনের রিলে অনশন কাটোয়া রেল স্টেশন থেকে শুরু হয়েছে। ওখানে ছিলেন চপলা বন্দ্যোপাধ্যায় ও সূর্যেনদু বন্দ্যোপাধ্যায় সহ অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584