কবিতা কুটির সাহিত্য পত্রিকার শারদীয় সংখ্যার মোড়ক উন্মোচন

0
201

শ্যামল রায়,কলকাতাঃ

সোমবার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবন সেমিনার হল ঘরে দ্বিতীয় তম কবিতা কুটির সাহিত্য পত্রিকার শারদীয় সংখ্যার মোড়ক উন্মোচন সহ কবিতা পাঠ আলোচনা নাচ-গান অনুষ্ঠিত হলো।

release sharadiya patrika | newsfront.co
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা।নিজস্ব চিত্র

এছাড়াও বিশিষ্ট কবিদের সংবর্ধিত ও সম্মান জানানো হয় কবিতা কুটির এর তরফ থেকে।উপস্থিত বিভিন্ন বক্তারা জানিয়ে দেন যে বাংলা সাহিত্যের বুকে যে মাইলস্টোন তৈরি করলো সেই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী,কবি কৃষ্ণা বসু,লন্ডন থেকে উপস্থিত ছিলেন কবিতা কুটির সাহিত্য পত্রিকার সভাপতি শুভ্রা দে,সুদূর আলিপুরদুয়ার থেকে উপস্থিত ছিলেন কবি অঞ্জনা দেবনাথ,বিশিষ্ট কবি স্বপন বিশ্বাস, ছিলেন কাণ্ডারী সাহিত্য পত্রিকার সভাপতি মাহামুদাল হাসান,কান্ডারী সাহিত্য পত্রিকার সম্পাদক অজয় দত্ত,সন্দীপ জয় ধর(কর্পোরেট পাবলিসিটি),কবি বাবলু আহির,তাপস মহাপাত্র (সভাপতি,অঙ্কুরোদগম),ওয়াসিম রাকিব,বাংলা রাইটার্স ফোরামের রাজ্য সম্পাদক শ্যামল রায়, কবিতা কুটির এর সম্পাদক তথা এই সময়কালের তরুণ কবি অতনু নন্দী,কবি সঞ্জয় মুখোপাধ্যায় প্রমুখ।

release sharadiya patrika | newsfront.co
নিজস্ব চিত্র

কবিতা কুটিরের মঞ্চ থেকে ৩৪ জন কবি কাব্যরত্ন সম্মানে সম্মানিত হন,এছাড়াও ১৪০ জন কবি “বিশিষ্ট কবি সম্মাননা” ,”বিশিষ্ট গুণীজন সম্মাননা”,”বিশিষ্ট বাচিক শিল্পী সম্মাননা” সম্মানে সম্মানিত হন।মঞ্চ থেকে কবি অতনু নন্দীর “হওয়ায় উড়িয়ে দিলাম অক্ষরমালা” কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ , কবি অঞ্জনা দেবনাথ এর “অব্যক্ত” ও কবি রঞ্জন ভট্টাচার্যের “নগ্ন পা” বইগুলির মোড়ক উন্মোচন হয়।

release sharadiya patrika | newsfront.co
নিজস্ব চিত্র

কুটিরের মঞ্চ থেকে ‘রবি কিরণ এন.জি.ও’ র অনাথ শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য তুলে দেওয়া হয় খাতা,পেন,লাঞ্চ বক্স,জলের বোতল, স্বামীজীর বই ইত্যাদি সামগ্রী।উপস্থিত সকলেই বলেন সবকিছু মিলে ঊনিশের মহামিলন সাহিত্যের বুকে মাইলস্টোন তৈরি করলো।

আরও পড়ুনঃ অর্নিবান সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচনে দুই বাংলার কবি সম্মেলন

পত্রিকার সভাপতি শুভ সম্পাদক অতনু নন্দী জোরালো ভাষায় জানিয়ে দেন যে আমরা কবিতা কুটির সাহিত্য পত্রিকার এই প্রয়াসকে কুর্নিশ জানাই পাশাপাশি নতুন লেখক লেখিকাদের সাথে প্রবীণ কবি সাহিত্যিকদের একটা সেতু তৈরি করার মাধ্যম হচ্ছে এই ধরনের উৎসব।

উত্তরবঙ্গের সাহিত্যপ্রেমী চঞ্চল দেবনাথ সাহিত্যকে ভালোবেসে এদিন চুপচাপ হিসাবেই কবিতা উৎসবে উপস্থিত থেকে আরো উৎসাহিত করেছেন উপস্থিত কবি বন্ধুদের।

আজ আনন্দের কথা গোটা বাংলা জুড়ে এই ধরনের উৎসব অনুষ্ঠিত হচ্ছে যার কর্মকাণ্ডে খুশি হচ্ছেন নতুন লেখক লেখিকা অতনু নন্দী আরো জানিয়ে দেন কবি সাহিত্যিকদের জন্য বাংলা রাইট ফর্ম কবিদের জন্য নিরলসভাবে নিষ্ঠার সাথে এই ধরনের উৎসব করে নতুন লেখক লেখিকাদের সমবেত করছে এটা খুবই আনন্দের কথা এবং সুখবর।কবিতা উৎসবে উদ্বোধক বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী এবং কৃষ্ণা বসু জানান যে কবিতা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ শিল্প।

কবিরাই পারে একমাত্র সুষ্ঠু সমাজ দেশ তৈরিতে অগ্রণী ভূমিকা নিতে।উত্তরবঙ্গের বিশিষ্ট কবি সকলের পরিচিতি মুখ অঞ্জনা দেবনাথ জানিয়ে দেন যে ছোটবেলা থেকেই কবিতার প্রতি আন্তরিক টান আর সেই সাথে বেড়ে ওঠার পাশাপাশি সংসার কে সামাল দিয়ে ও কবিতায় অন্তর রেখে এখনো পর্যন্ত এই ধরনের উদ্যোগে নিজেকে সামিল করতে পেরে ভীষণ খুশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here