প্রকাশিত ‘সাগরদ্বীপের কথা’

0
102

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

release the sagardeep kotha
নিজস্ব চিত্র

সমকালের জিয়ন কাঠি পত্রিকার সহযোগে সাগরদ্বীপ বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরার হাত ধরে প্রকাশিত হলো সাগরদ্বীপের কথা। আনুষ্ঠানিক ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের নামজাদা সাহিত্যিক,অধ্যাপক,শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবীন ও নবীন সাংবাদিকরা।সাগরদ্বীপের কপিল মুনির আশ্রম প্রাঙ্গনে ৭৮৪ পাতার বই প্রকাশিক হয় ।

release the sagardeep kotha
অনুষ্ঠান মঞ্চ।নিজস্ব চিত্র
release the sagardeep kotha
নিজস্ব চিত্র

গঙ্গাসাগরের কৃষ্টি,সামাজিক বৈশিষ্ট,শিক্ষা সংস্কৃতি তৎকালিন ও বর্তমান সমাজের চিরাচরিত কথা তুলে ধরা হয়েছে।আজ থেকে প্রায় দুশত বছর আগে গড়ে ওঠা দক্ষিন সুন্দরবনের বনের সাগরদ্বীপের বসবাসকারি দ্বীপবাসির জীবন কাহিনি তুলে ধরা হয়েছে সাগরদ্বীপের কথা বইতে।যেখানে সাওতালদের জীবন কাহিনি দ্বীপবাসিদের অর্ধপেটে থেকে জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই বর্ণনা আছে।মাটি নিয়ে বাচন যুদ্ধ ।ধর্মিয় কাহীনি রাখা হয়েছে বই প্রকাশনে।

আরও পড়ুনঃ কালচিনিতে বিরসা মুণ্ডার শহীদ দিবস পালন

কপিল মুনির মন্দির শুধু নয় এই দ্বীপের আড়াই লক্ষ মানুষের জীবন যুদ্ধে বেঁচে থাকার কাহীনিও তুলে ধরা হয়েছে।স্বাধীন তথা পরাধীন ভারতের চিত্র যা তেভাগা আন্দোলনের দিকপাল হয়ে উঠেছিল এই গঙ্গাসাগর।কপাল কুন্ডলার কাহিনী যেখান থেকে শুরু হয়েছে তারই কিছু অংশ রাখা হয়েছে ।

আজ পরিবর্তন যুগে পরিবর্তিত হওয়া সাগরদ্বীপবাসীর জীবন কিরুপ তা বর্ননা করা হয়েছে।এদিন বিধায়ক বম্কিম হাজরা বলেন প্রবীনদের কাছে নবীনরা আজ পরিচিত ,নবিনদের কাছে প্রবীনদের চীর পরিচিত করতে এটা একটা অভিনব প্রয়াস ।

রাজনীতির খন্ডযুদ্ধে সাগরদ্বীপের মানুষ কপিল মুনির স্বরনাপন্ন।ঘটে যাওয়া মুহুর্তের কিছু স্মৃতি তূলে ধরা হয়েছে এই বইয়েতে।এদিন উপস্থিত ছিলেন গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ গোপা ভৌমিক,অনুষ্ঠানের সভাপতি অরফে সাগর বিধান সভার বিধায়ক বম্কিম চন্দ্র হাজরা।ছিলেন বাংলাদেশের সাহিত্যিক তথা এরাজ্যের সাহিত্যিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here