নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষি আইন প্রত্যাহার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের পাশাপাশি এবার কর্পোরেট যুদ্ধ শুরু হয়ে গেল রিলায়েন্স টেলিকম এবং ভারতী এয়ারটেল-ভোডাফোন আইডিয়া লিমিটেডের মধ্যে। মুকেশ আম্বানির সংস্থার বিস্ফোরক অভিযোগ, কৃষক আন্দোলনের সুযোগ নিয়ে মিথ্যা অপপ্রচার সৃষ্টি করে জিও-র গ্রাহকদের নিজেদের দিকে টানছে এয়ারটেল ও ভোডাফোন। কৃষক বিদ্রোহের জেরে দেশজুড়ে কৃষকদের সমর্থনকারীরা গণহারে রিলায়েন্স জিও থেকে পোর্টিং করছেন এয়ারটেল ও ভোডাফোনে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের কাছে এমনই অভিযোগ জানিয়েছে মুকেশ আম্বানির সংস্থা।
আরও পড়ুনঃ সমস্ত অভিযোগ থেকে মুক্ত নিজামুদ্দিনে তবলিঘি জামাতকাণ্ডে ৩৬ বিদেশি, নির্দেশ দিল্লি হাইকোর্টের
১০ ডিসেম্বর একটি চিঠি ট্রাইকে লিখেছে রিলায়েন্স জিও। তাতে অভিযোগ, দুই প্রতিযোগী টেলিকম সংস্থা রিলায়েন্সের ভাবমূর্তি নষ্ট করছে। রিটেল ব্যবসাতেও পা রেখেছে রিলায়েন্স। যার ফলে নতুন কৃষি আইনে তারাই বেশি লাভবান হবে, এমনটা ছড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ প্রয়াত রাষ্ট্রপতি প্রণবের বই ঘিরে প্রকাশ্য টুইট যুদ্ধে পুত্র অভিজিৎ ও কন্যা শর্মিষ্ঠা
এতে গ্রাহকদের সঙ্গে রিলায়েন্সের সম্পর্ক খারাপ হচ্ছে। সংবাদসংস্থা রয়টার্স সেই চিঠির অভিযোগ প্রকাশ্যে এনেছে। কৃষকদের পাশে দাঁড়াতে সোশ্যাল মিডিয়ায় রিলায়েন্সের সামগ্রী বর্জন করার ডাক দিয়েছেন নেটিজেনরা। পাইকারি ও খুচরো ব্যবসায় লোকসান হচ্ছে মুকেশ আম্বানির সংস্থার।
অভিযোগ অস্বীকার করেছে ভারতী এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া।ভারতী এয়ারটেল জানিয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন। তারা সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী। অন্যদিকে, ভোডাফোন-আইডিয়া জানিয়েছে, তারা কিছু নিয়মনীতি মেনে ব্যবসা করে। এমন ঘৃণ্য কাজ তারা করে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584