নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কিশোর বিয়ানি’র ফিউচার গ্রুপের রিটেল চেন বিগ বাজার অধিগ্রহণ করল মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেল, শনিবার এই হস্তান্তর সম্পূর্ণ হলো ২৪,৭১৩ কোটি টাকায়। এর ফলে ফিউচার গ্রুপের প্রায় ১৮০০ টি রিটেল বিপণন কেন্দ্র ও ৩০০ টি লাইফ স্টাইল বিপণন কেন্দ্র রিলায়েন্সের হাতে এল।
কোভিড ১৯ মহামারির কারণে বিশ্ব জুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে, তার মাঝে মুকেশ আম্বানির রিলায়েন্সের কিন্তু বিপরীত ছবি। একের পর এক রিটেল চেন হাতে এসেছে তাদের। তার মধ্যে বিগ বাজার অবশ্যই একটি বড় ব্র্যান্ড।
আরও পড়ুনঃ বিদেশে ডাক্তারি পড়তে গেলে পাশ করতে হবে ২০২০-২১’র এনইইটি পরীক্ষা
এর মধ্যে ফেসবুক ও গুগলের মতো সংস্থা বিনিয়োগ করেছে রিলায়েন্সের শেয়ারে স্বাভাবিক ভাবেই শেয়ার দামও বেড়েছে রিলায়েন্সের।
জানা গেছে, বিগ বাজারের ফ্যাশন এবং লাইফ স্টাইল চেনগুলিই শুধুমাত্র অধিগ্রহণ করেছে রিলায়েন্স; ফিউচার গ্রুপের বীমা এবং আর্থিক সংস্থা গুলি ফিউচার গ্রুপের হাতেই আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584