লকডাউনে দুঃস্থদের ত্রান বিতরণে কলেজের কর্ণধার তথা সমাজসেবী সুরজিৎ ঘোষ

0
33

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ব্যক্তিগত উদ্যোগে শতাধিক অসহায় মানুষদের বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন সমাজসেবী সুরজিৎ ঘোষ। করোনা আবহে দেশ জুড়ে চলা লকডাউন পরিস্থিতিতে প্রত্যহ শতাধিক দুঃস্থ এলাকাবাসীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছেন এই সমাজসেবী সুরজিৎ বাবু। শুধু তাই নয়, নিয়ম করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি নিরলস প্রচেষ্টার মাধ্যমে এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন চাল, ডাল ,আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী।

Help | newsfront.co
ত্রাণ বিলিতে সুরজিৎ বাবু। নিজস্ব চিত্র

লকডাউন এর জেরে দীর্ঘদিন ধরেই চরম অনটনে আধপেটা অবস্থায় দিন কাটছিল পাঞ্জারীপাড়া এলাকার মাতৃহীন এক শিশুর। জানা যায়, তার পিতা দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন, খবর পেতেই এদিন তড়িঘড়ি অসহায় শিশুর বাড়িতে ত্রাতা রূপে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছালেন সুরজিৎ বাবু।

আরও পড়ুনঃ  মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে মালদহ পুলিশের দান, সাড়ে দশ লক্ষেরও বেশি

পাশাপাশি বংশীহারী ব্লকের কুসকারি, সমাসপুর, পাথরঘাটা, পাঞ্জারীপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক এলাকাবাসীর মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন কে.আই.টি.এম( K.I.T.M) কলেজের কর্ণধার তথা বিশিষ্ঠ সমাজসেবী সুরজিৎ ঘোষ। রাজ্য জুড়ে করোনা আবহের এই চরম সংকটময় সময়ে সামাজিক দায়বদ্ধতার দিক থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সুরজিৎ বাবুর মত মানুষদের এই মহান উদ্যোগ যে সত্যিই প্রশংসনীয়, সে কথা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here