সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
করোনা আবহে দেশ ও সমস্থ রাজ্য জুড়ে জারি হয়েছে লকডাউন। আর এই লকডাউনের জেরে স্তব্ধ জনজীবন। আর তার ফলেই, রাজ্য জুড়ে দেখা দিয়েছে খাদ্যের সংকট। আর এহেন পরিস্থিতিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। রাজ্যবাসীর যাতে ভাঁড়ারে টান না পড়ে, সে জন্য বিনামূল্যে রেশন ব্যবস্থাও চালু করেছে সরকার। অপরদিকে একই ভাবে একে অন্যেকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই।
সে কারণেই অসহায় পরিবারগুলির পাশে থাকতে কেউ রান্না করা খাবার পরিবেশন করছেন, তো কেউ আবার তুলে দিচ্ছেন চাল-ডাল, আলু। এমনকি নিজে হাতে মাস্ক তৈরি করে নজির গড়লেন আউসগ্রামের দিগনগর এক পঞ্চায়েতের গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মী পূর্ণিমা বাগদি।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে স্যানিটাইজ হলো মূক-বধির চিলড্রেন হোম “সূর্যোদয়”
জানা যায়, পূর্ণিমা দেবী, নিজের হাতে মাস্ক তৈরি করে তাঁর কেন্দ্রের শিশু ও গর্ভবতী প্রসূতিদের মধ্যে তা বিলি করেন। এর পাশাপাশি শুক্রবার গুসকরা ইটাচাঁদার একটি ক্লাবের উদ্যোগে প্রায় দেড়শ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার।
এছাড়াও মেমারির তিন নম্বর ওয়ার্ডের একটি ক্লাব অসহায় পরিবারের পাশে থাকে রান্না করা খাবার পরিবেশন করলেন। যদিও এ বিষয়ে সুলতানপুর সম্মেলনী ক্লাবের সদস্যরা বলছেন, সতেরো দিন ধরে তারা এই কর্মসূচি করছেন। শুধু তাই নয়, আশেপাশের দুঃস্থ অসহায় মানুষদের এভাবেই খাবার তুলে দিচ্ছেন তাঁরা।
এর পাশাপাশি পূর্ব বর্ধমানের রাইনার বিধায়ক নেপাল ঘোরুই এদিন জেলা শাসকের হাতে দুঃস্থদের সাহায্য বাবদ প্রায় সাড়ে চার লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। এছাড়াও গুসকরার একটি ক্লাবের পক্ষ থেকেও এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার টাকা দান করা হয়েছে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584