শ্যামল রায়, কালনাঃ
করোনা আবহে গ্রামের গরিব মানুষদের পাশে দাঁড়ালেন কালনা মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণ চন্দ্র বড়াই। নিজস্ব উদ্যোগে গ্রামে গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তিনি।
এদিন সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামসীতা মন্দির পাড়ায় গরীব অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। চিকিৎসক কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন,’এই গ্রামেই ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা। আজ চিকিৎসক হয়ে তার নিজের এলাকায় কালনা হাসপাতালে সুপার।’
আরও পড়ুনঃ সীমান্তের ওপারের পরিবারদের খাদ্য সামগ্রী বিতরণ বিধায়কের
এদিন দুই শতাধিক গরীব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। তিনি জানান,’করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই পেতে চলছে লকডাউন। লকডাউন চলাকালীন মানুষ কর্মহীন হয়ে পড়ায় অভাবের মধ্যে পড়েছেন। তাই গরীব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি সামাজিক দূরত্ব বজায় রেখে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584