নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনাঃ
ভয়ঙ্কর সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে সুন্দরবনের সমুদ্র এবং নদীর তীরবর্তী এলাকাগুলি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু অঞ্চল এখনও জলমগ্ন। বৃহস্পতিবার সুন্দরবন এলাকার সোনারগাঁওতে একশটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেন বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’- এর সিধু পটা সহ বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইউটোপিয়া’-র সদস্যরা।
বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’ এর দুই জনপ্রিয় গায়ক সিধু ,পটা ও অন্যান্য মিউজিশিয়ানরা বিপর্যস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য কদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি লাইভ কনসার্ট করেছিলেন। যার মূল লক্ষ্য ছিল ফান্ড রাইজিং করে দুর্গত মানুষদের সাহায্য করা । এদিন বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’ তার দল ও বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইউটপিয়া’ -র সাথে যুক্ত হয়ে একশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেন।
আরও পড়ুনঃ বহরমপুর শহরের যানজট মুক্ত করতে রাস্তায় নামলেন পৌর প্রশাসক
এদিন ত্রাণসামগ্রীতে দেওয়া হয় মশারি, গামছা, লুঙ্গি, মহিলাদের পোশাক, টর্চ, ব্যাটারি, স্যানিটারি ন্যাপকিন, স্যানিটাইজার, মাস্ক, সাবান, আলু, পেঁয়াজ, সয়াবিন, চাল, ডাল, তেল, দুধ, বিস্কুট, ছোলা, মুড়ি , শুকনো খাবারসহ কুড়ি ধরনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।শুধু তাই নয় নদীর গ্রাস থেকে নদী বাঁধকে রক্ষা করার জন্য বেশকিছু ম্যানগ্রোভ চারাও রোপণ করা হয়। সুন্দরবনের সোনারগাঁও এলাকায় ত্রাণ বিতরণের ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করে বারুইপুর থানার আই.সি কাকলি ঘোষ কুন্ডু ও গোসাবার ব্লক উন্নয়ন আধিকারিক সৌরভ মিত্র।
আরও পড়ুনঃ বহরমপুরে কর্মী বৈঠক দিলীপ ঘোষের
বাংলা ব্যান্ড ক্যাকটাস-এর জনপ্রিয় গায়ক সিধু বলেন, “গত কয়েকদিন আগে আমরা মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাথে পূর্ব মেদিনীপুর জেলার নদীদ্বীপ মায়াচরের বিপর্যস্ত ১০০ জন মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। এবার সুন্দরবনের সোনারগাঁও এলাকায় নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষদের হাতে খাদ্য সামগ্রী সহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় জিনিস দিলাম “।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584