নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দীর্ঘ মেয়াদি লকডাউনের জেরে এবার দুঃস্থদের পাশে এগিয়ে এলেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, চাঁদা তুলে দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ব্যবসায়ীরা। বুধবার ওই এলাকায় প্রায় দু’ হাজার মানুষদের মধ্যে এই সংকটের মুহূর্তে প্রয়োজনীয় চাল, ডাল, চিনি, সোয়াবিন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য বন্টন করা হল।
আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থ কর্মচারীদের খাদ্য সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার
যদিও পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এলাকার ব্যবসায়ীরা মিলে চাঁদা তুলে প্রায় দুই হাজার মানুষের হাতে এই সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানান গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ হুদা। তবে এদিন সামাজিক দূরত্ব মেনে লাইন দিয়ে মানুষ ওই সমস্ত খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। গ্রাম পঞ্চায়েত এবং ব্যবসায়ীদের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584