নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কর্মহীন ও গৃহবন্দি দুঃস্থ অসহায় চারশো আদিবাসী পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রাক্তনীরা। জানা যায়, লকডাউনের জেরে আজ মানুষ কর্মহীন ও গৃহবন্দি। সেই কথা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত কয়েকটি গ্রামের দুঃস্থ অসহায় আদিবাসী পরিবারের হাতে সোমবার খাদ্য সামগ্রী তুলে দিলেন মুর্শিদাবাদ জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রাক্তনী পড়ুয়ারা।

এদিন সকাল হতেই দিন আনা দিন খাওয়া অসহায় মানুষরা কুপন হাতে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য উপস্থিত হন নির্ধারিত পলসন্ডা মোড়ের মুক্তমঞ্চ ক্লাব চত্বরে।সেখানে প্রশাসনিক নিয়ম অনুসারে সামাজিক দূরত্ব বজায় ও হাত স্যানিটাইজার দিয়ে ধুয়ার পর তবেই সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এদিন সামগ্রী বাবদ আদিবাসী পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন ও সাবানের প্যাকেট তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতির পরিকাঠামো দেখতে পাঁশকুড়া করোনা হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় দল
এর পাশাপাশি এদিনের বিতরণী কর্মসূচিতে কৃষ্ণনাথ কলেজ স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিজানুর রহমান আনসারী,সোমনাথ অধিকারী, মনোজ সাহা, অর্ণব ঘোষ, শুভদীপ দাস, নিলাদিত্য মুখার্জি, সঞ্জিত হালদার এবং ২০০১ সালের বিদায়ী ছাত্র রহমত শেখ।

যদিও, এদিনের এই কর্মকাণ্ডের মত কাজ করার জন্য, একইভাবে অনান্য ব্যাচের প্রাক্তনীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানানোর পাশাপাশি দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আবেদন রেখেছেন তাঁরা । এর পাশাপাশি প্রয়োজনীয় সব রকম অনুমতি দেওয়ার জন্য নবগ্রাম এবং বহরমপুর থানার কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান শিক্ষাঙ্গনের বিদায়ী পড়ুয়ারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584