নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে দুঃস্থদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল তৃণমূল যুব কংগ্রেসের ডালখোলা শহর কমিটি। রবিবার ডালখোলা পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে, সরকারি নির্দেশ মেনে রীতিমতো সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রায় তিনশো পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিন দুঃস্থদের প্রয়োজনীয় সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, সরষের তেল, সয়াবিন, সাবান, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার সহ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয়। এর পাশাপাশি এদিনের এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন ডালখোলা মিউনিসিপ্যালিটির বিদায়ী চেয়ারম্যান সুভাষ গোস্বামী, প্রাক্তন পুরপিতা হিমাদ্রি মুখার্জি।
আরও পড়ুনঃ সাহেবঘাটায় কংগ্রেস কার্যালয়ে দুঃস্থদের খাদ্যসামগ্রী বিতরণ
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে এদিন ডালখোলা শহর সভাপতি রাকেশ সরকার বলেন, করোনা আবহে এই কঠিন সময়ে যুব তৃণমূল কংগ্রেস সর্বদা দুঃস্থদের পাশে রয়েছে।সেজন্যই এদিন তিনশো পরিবারের হাতে এই সামান্য সামগ্রী তুলে দেওয়া হল। পাশাপাশি এদিনের এই ত্রাণ পেয়ে যথেষ্ট খুশি এলাকার দুঃস্থ বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584