নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় টানা ২১দিন লকডাউনের পর আবারও মেয়াদ বাড়ালো কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় দফা লকডাউনেও ঘরবন্দী মানুষ।তাই এই লকডাউনে একঘেঁয়েমি জীবন কাটাতে প্রয়োজন ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে অনেকে। তাই মানুষের এই একঘেঁয়েমি কাটিয়ে কিছুটা আনন্দ দেওয়ার পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন ইটাহার ব্লকের দুর্লভপুরের ভাগনইল গ্রামের পঞ্চায়েত কর্মী আবদুল সাত্তার।
যদিও লকডাউনের ফলে, যেভাবে মানুষ খাবারের অভাবে সমস্যায় পড়ছে তা তিনি স্বচক্ষে দেখেছেন । তাই সে লক্ষ্যেই সোমবার ঘোড়ার গাড়িতে চেপে দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু ইত্যাদি খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
আরও পড়ুনঃ জলঙ্গি বাজারকে জীবাণুমুক্ত করতে স্যানিটাইজ করলো ব্লক সভাপতি
একদিকে খাদ্যসামগ্রী আর অন্যদিকে সুসজ্জিত ঘোড়ার গাড়ি দেখতে পেয়ে খুশি বাসিন্দারা। পাশাপাশি মানুষের সেই একঘেঁয়েমি কাটিয়ে আনন্দ দেওয়ার জন্যই ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেন বলে জানান পঞ্চায়েত কর্মী আবদুল বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584