বাংলা ব্যান্ড ক্যাকটাস ও কুইজ কেন্দ্রের যৌথ উদ্যোগে মায়াচরে ত্রাণ বিতরণ

0
124

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মেদিনীপুর কুইজ কেন্দ্র ও ক্যাকটাস ব্যান্ডের উদ্যোগে সোমবার যৌথ ভাবে ত্রাণ বিলি করা হলো মায়াচর দ্বীপে।সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটালের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুরের সমুদ্র এবং নদীর তীরবর্তী এলাকাগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিজেদের সাধ্যমতো ত্রাণ পৌঁছে দিচ্ছে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

mayachar | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত মায়াচর নদী দ্বীপে শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ও দুটি পরিবারকে বিশেষ ভাবে আর্থিক সাহায্য করা হয়। এদিন মেদিনীপুর কুইজ কেন্দ্রের ত্রাণকার্যে বিশেষভাবে সহযোগিতা করেন জনপ্রিয় বাংলা ব্যান্ড ক্যাকটাস এর দুই জনপ্রিয় গায়ক সিধু , পটা, মিউজিশিয়ান অর্ণব সহ অন্যান্যরা।

relief distribute | newsfront.co
নিজস্ব চিত্র
sidhu relief distribute | newsfront.co
নিজস্ব চিত্র

কুইজ কেন্দ্রের ব্রান্ড অ্যাম্বাসাডর গায়ক সিধু মেদিনীপুর কুইজ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে বিপর্যস্ত এলাকার মানুষের পাশে থাকার জন্য, তিনি ও তাঁর ব্যান্ড গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি লাইভ কনসার্ট করেছিলেন ফান্ড রাইজিং এর জন্য । এদিন বাংলা ব্যান্ড ক্যাকটাস তার দলবল নিয়ে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাথে যৌথভাবে মায়াচরের বেশ কিছুটা অঞ্চল পরিদর্শন করেন এবং শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়।

আরও পড়ুনঃ খড়্গপুরের ইন্দায় রেড ভলান্টিয়ারদের উদ্যোগে জনস্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উদ্বোধন

cactus band medinipur quiz center | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ত্রাণসামগ্রীতে দেওয়া হয় ন্যাপকিন, স্যানিটাইজার, মাস্ক, সাবান, শাড়ি, আলু, পেঁয়াজ, লবন, সয়াবিন, চাল, ডাল, তেল, চা, দুধ, বিস্কুট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়া, ছোলা, মুড়িসহ অন্যান্য দ্রবাদি । সোসাইটির উদ্যোগে এই ত্রাণ শিবিরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘড়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডঃ মৌসম মজুমদার সহ অন্যান্য সদস্য ও সদস্যাগণ।

আরও পড়ুনঃ সুন্দরবনে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ

কুইজ কেন্দ্রের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘড়া বলেন ” বিগত বছরে আমফান পরবর্তী পরিস্থিতিতেও আমরা মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা মায়াচরের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এবারেও প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডবে, নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এই এলাকার দুর্গত মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। এছাড়াও দুই মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ইতিপূর্বে এই কর্মসূচি হয়েছে। আগামী দিনেও জনহিতকর কর্মসূচি গৃহীত হবে সংস্থার পক্ষ থেকে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here