‘জঙ্গলমহল উদ্যোগ’ সংস্থার উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

0
147

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ইয়াস জলোচ্ছ্বাসে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকা। স্বাভাবিক ছন্দে ফিরতে অনেকটা সময় লাগবে । এমন অবস্থায় খুবই শোচনীয় অবস্থায় রয়েছেন ঐ এলাকার অধিবাসী। এই পরিস্থিতিতে অনেক সংগঠন এইসব এলাকার অধিবাসীবৃন্দের জন্য পৌঁছে দিচ্ছেন ত্রানসামগ্রী।

jangalmahal organization | newsfront.co
নিজস্ব চিত্র
covid relief | newsfront.co
নিজস্ব চিত্র

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের অন্তর্গত চাঁদপুর গ্রামে ত্রান সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হলো জঙ্গলমহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে। ব্লিচিং পাউডার, সাবান, কেক, বিস্কুট, চা, দুধ, চিনি, চিড়া, মুড়ি,স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হলো ঐ গ্রামের ১০০টি পরিবারের হাতে।

relief distribute | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সুব্রত মহাপাত্র, সদস্য মনিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সদস্যা রীতা বেরা, শম্পা ঘোষ প্রমুখ। সহযোগিতায় ছিলেন দিলীপ চৌধুরী, সত্যজিত সামন্ত, আশীষ ভঞ্জ প্রমুখ। মেদিনীপুর থেকে জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর শাখার সভাপতি ড.মধুপ দে জানান,ইয়াস বিধ্বস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে তাঁরা তাঁদের সামর্থ্য মতো এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here