নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বন্ধ হবার দশ দিন পর টনক নড়ল প্রশাসনের। শুক্রবার জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ মুজনাই চা বাগানে বিশেষ ত্রানসামগ্রী বিতরন শিবিরের আয়োজন করল মাদারিহাট বীরপাড়া ব্লক প্রশাসন।
এদিন সংশ্লিষ্ট বন্ধ চা বাগানে ব্লক প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক পরিবার গুলির হাতে বিশেষ জি,আর হিসেবে ২৪ কিলো চাল এবং ২৪০ টাকা তুলে দেবার পাশাপাশি কম্বল, মুরগির বাচ্চা ইত্যাদি বিতরন এবং একটি স্বাস্থ্য শিবির ও আয়োজন করা হয়।এছাড়া সামাজিক সুরক্ষা যোজনার প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা করা হয়।
এদিনের ত্রান শিবিরে উপস্থিত ছিলেন তরাই ডুয়ার্স অথরিটির চেয়ারম্যান মোহন শর্মা,ছিলেন সহকারি শ্রম অধিকারিক রাজু দত্ত,সংশ্লিস্ট পঞ্চায়েত সমিতির সভাপতি রোহিত বিশ্বকর্মা, সহ অন্যান্য ব্লক আধিকারিকরা ও জনপ্রতিনিধি। বিডিও সুমন সৌরভ মহান্তি বলেন,জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ মুজনাই বাগানে শ্রমিকদের জন্য বিশেষ ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছে।
এছাড়া বাগান টি পুনরায় খোলার ব্যাপারে জেলা শাসক উদ্যোগ নিচ্ছেন এবং আগামি ৮ জানুয়ারি উচ্চ পর্যায়ে একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া উন্নয়ন পর্ষদে তৃণমূলের বিশেষ আলোচনা সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584