নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (মিদনাপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন) এর উদ্যোগে বুধবার অরবিন্দ স্টেডিয়ামে দুঃস্থ খেলোয়াড়দের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, ‘আমরা প্রায় ১৫০ জন প্রাক্তন ও বর্তমান দুঃস্থ, অসহায় খেলোয়াড়, যাঁরা এই লকডাউনে কাজ হারিয়েছেন, তাঁদের অনুদানের ব্যবস্থা করেছিলাম। বিভিন্ন ত্রাণসামগ্রী সহ মাস্ক, স্যানিটাইজার তাদের হাতে আমরা তুলে দিয়েছি।’
আরও পড়ুনঃ মালদহে লকডাউন সফল করতে অভিযানে পুলিশ
তিনি আরো বলেন, ‘এই কর্মসূচি শুরুর আগে জায়গাটিকে সম্পূর্ণ রূপে স্যানিটাইজ করা হয়। প্রত্যেকেরই মুখে মাস্ক ছিল। যথাযথ ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেই সম্পূর্ণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।’ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (এডিএম) সৌর মন্ডল, মেদিনীপুর সদরের মহকুমাশাসক (এসডিও) দীননারায়ণ ঘোষ ও অন্যান্য সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584