প্রযুক্তি ডেস্কঃ
DTH গ্রাহকদের জন্য সুখবর ! লম্বা ভ্যালিডিটির পাকের ক্ষেত্রে মাইগ্রেশনের সময় সীমার পরিবর্তন হচ্ছে না ।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া(TRAI) এর নতুন নিয়ম অনুযায়ী ব্রডকাস্টিং ও কেবল সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন দামে বিভিন্ন প্যাকেজ বেছে নিতে হবে গ্রাহকদের।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে যে ট্রাই জানিয়েছে ১ লা ফেব্রুয়ারি থেকে ব্রডকাস্টিং ও কেবল সার্ভিসের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে । তবে এক্ষেত্রে ডিটিএইচ গ্রাহকদের জন্য সুখবর। লম্বা ভ্যালিডিটির প্যাকের ক্ষেত্রে মাইগ্রেশনের সময় সীমার কোন পরিবর্তন হচ্ছে না ।
ট্রাই জানিয়েছে যে সমস্ত ডিটিএইচ গ্রাহকরা ইতিমধ্যেই লম্বা ভ্যালিডিটির প্যাক ব্যবহার করেন তারা চাইলে সেই প্যাকেজ সার্ভিস চালিয়ে যেতে পারেন । ইতিমধ্যে কাস্টমার টিভি গুলিতে চ্যানেল সিলেক্ট করার জন্য ট্রাই একটি অ্যাপ লঞ্চ করেছে যেখানে প্রত্যেকটি প্যাকের ভ্যালিডিটি ও সেই প্যাকের সুবিধা অনুযায়ী আপনি প্যাকেজ বাছতে পারবেন ।
(ছবি সৌজন্যে-telecomtalk.info)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584