ঘাটালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ মেদিনীপুর কুইজ কেন্দ্রের

0
55

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল:

distrabutation
ত্রাণ বিতরণ । নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দুটি এলাকায় দু দফায় ত্রাণ বিলির পর এবার ঘাটাল মহকুমার বন্যাদুর্গতের পাশে দাঁড়াতে এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

distrabutation
নিজস্ব চিত্র

বুধবার ঘাটাল মহকুমার শ্যামপুর এলাকায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো মেদিনীপুর কুইজ কেন্দ্র। এই এলাকার ১৩০ টি পরিবারের হাতে এদিন ত্রাণ হিসেবে,মুড়ি, চিড়ে, বাতাসা, বিস্কুট, চানাচুর, আমুল দুধ, মুসুরের ডাল ইত্যাদি তুলে দেওয়া হলো। ত্রান বিতরনের কাজে বিশেষ সহযোগিতা করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।

govt office
নিজস্ব চিত্র

এদিনের ত্রান বিতরনের কাজে নেতৃত্ব দেন কুইজ কেন্দ্রের পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক কৃষ্ণ প্রসাদ ঘড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুভাষ জানা।

organization
নিজস্ব চিত্র

এছাড়াও কুইজ কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুর্গাপদ মাসান্ত, গৌতম কুমার বোস, মনিকাঞ্চন রায়, শুভরাজ আলি খান প্রমুখ সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ এই প্রথম দোয়ারে রক্তদান কর্মসূচি ডোমকলে

ত্রাণ বিতরণের কাজে সহযোগিতা করেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী দিলীপ ভৌমিক ও স্থানীয়ভাবে উপস্থিত থেকে সহযোগিতা করেন পার্থ দাস, দেবাশীষ বেরা, সুব্রত মন্ডল, বিশ্বজিৎ বেরা, সুমন দাস প্রমুখ। পাশাপাশি এদিন কুইজ কেন্দ্রের প্রতিনিধিরা ঘাটালের নবাগত মহাকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।উল্লেখ্য এবারের ইয়াস ঝড় পরবর্তী পর্বে পূর্ব মেদিনীপুর জেলার সবকটি ব্লকে এবং সুন্দরবনের বেশ কয়েকটি এলাকায় কুইজ কেন্দ্রের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও করোনা আবহে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সমস্যায় থাকা মানুষদের এবং সমস্যায় থাকা শান্তিনিকেতনে বাউলদের কুইজ কেন্দ্রের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here