সুদীপ পাল,বর্ধমানঃ
দীর্ঘদিন পুরসভার অধীনে বাস করলেও জলের সংযোগ মেলেনি। অবশেষে আসানসোল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের যে বড় অংশ পানীয় জলের সংকটে দীর্ঘদিন ধরে ভুগছিল তারা জল পেতে চলেছে। জল সরবরাহের পাইপ লাইন পাতার কাজ শুরু হলো।

আসানসোলের উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই কাজের সূচনা করেন। এলাকার বাসিন্দাদের বক্তব্য, পুকুরের জল, কুয়োর জল ব্যবহার করেন তাঁরা। প্রতি বছর গরমে ব্যাপক সমস্যা দেখা দেয় পানীয় জলের জন্য। পুরসভা থেকে জলের ট্যাঙ্কার পাঠানো হতো। তবে যাতে পুরোপুরি সমস্যা মেটেনা। ২০০৯ সালে আসানসোলের ৫০টি ওয়ার্ডের জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্পের পরিকল্পনা হয়। সেই কাজ শুরু হতে আরও কয়েক বছর গড়িয়ে যায়। দীর্ঘদিন ধরে ১৫ নম্বর ওয়ার্ডের জলের পাইপ লাইনের ব্যবস্থায় হয়নি। এখন পাইপলাইন হওয়ায় স্বস্তি বাসিন্দাদের মধ্যে। দু মাসের মধ্যে পাইপ পাতার কাজ শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিচ্ছেন মন্ত্রী।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ
স্থানীয় কাউন্সিলর পুরসভার মেয়র পরিষদ শ্যাম সোরেণ বলেন, এলাকায় প্রথম পরিশুদ্ধ পানীয় জল মিলতে চলেছে। মন্ত্রীর মলয়বাবুর অভিযোগ, ৩৪ বছর ধরে ক্ষমতায় থেকেও বামেরা এই গ্রামে জল দিতে পারেনি। তৃণমূল ক্ষমতায় আসার পরে এই গ্রাম চিহ্নিত করে জল সংযোগ করে দেওয়া হচ্ছে। যদিও মলয়বাবুর কথা মানেননি প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। তিনি বলেন, তাঁদের আমলেই আসলে এই জল প্রকল্প অনুমোদন পেয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584