সুদীপ পাল,বর্ধমানঃপ্রশাসনের নির্দেশ ছিল কিন্তু সে নির্দেশ বাস্তব রূপ পেল না তার জেরেই বিপাকে পড়লেন বর্ধমানে ঠাকুর দেখার দর্শনার্থীরা। পুজোর আগে থেকেই জিটি রোডে অবস্থা ছিল লণ্ডভণ্ড।প্রশাসন নির্দেশ দিয়েছিল পুজোর আগেই তা পূর্ণ রূপ দেওয়ার কিন্তু তা আদতে হল না।উল্টে ষষ্ঠীর দিন বর্ধমান শহরে বাঁকা নদীর উপর পুরনো ব্রিজ বন্ধ রেখে পিচের কাজ হয়।তাতে রাস্তায় ব্যাপক জ্যাম হয়ে যায়।জিটি রোডের ধারেই লাল্টু স্মৃতি সংঘ, পদ্মশ্রী সহ নামকরা পুজোগুলি থাকায় জেলার সদরের মানুষ ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই পুজোগুলি দেখতে।
জিটি রোডের কাজ চলায় অসুবিধায় পড়েন অনেকেই। তার কারণ প্রথমত কাজ চলায় রাতে রাস্তায় আলো অনেক জায়গাতেই জ্বলছে না। দ্বিতীয়ত ডিভাইডার হবে বলে রাস্তায় অনেক জায়গাতেই খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে। তা অনেকেই বুঝতে পারছেন না। প্রশাসনের তরফে ১৫অক্টোবরের মধ্যে উল্লাস থেকে বীরহাটা পর্যন্ত জিটি রোডে সম্প্রসারণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল।তা না হওয়ায় বিপাকে পড়লেন সাধারণ দর্শনার্থীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584