সুদীপ পাল,বর্ধমানঃ
স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতি বছর চাঁদা দিতে হতো শিক্ষকদের। এতদিন তা ছিল অলিখিত।সেই চাঁদা দেওয়ার নির্দেশিকা এবার জারি হওয়াতেই প্রকাশ্যে ক্ষোভের কথা বলেছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা।জানা যায়,স্কুল ক্রীড়া আয়োজনের স্কুল পিছু ৫০০ টাকা অনুদান দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল। এই নির্দেশিকা জারি করেছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশীষ কুমার দে।
আশিষবাবুর বক্তব্য ছিল,পঞ্চায়েতের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে তবে কোথাও তা বাধ্যতামূলক বলা হয়নি।যদিও শিক্ষকদের বক্তব্য, এইভাবে প্রতিবছরই তাঁরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন এবং নিজেদের সাধ্যমত চাঁদা দেন।কিন্তু এবার একেবারে লিখিত নির্দেশিকা জারি করা হয়েছে।শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক চিরঞ্জিত ধীবর বলেন,স্কুল ক্রীড়ায় শিক্ষকরা নিজেরা কেন পকেট থেকে চাঁদা দেবেন সে প্রশ্ন প্রথম থেকেই ছিল। এভাবে লিখিত নির্দেশিকা জারি করে চাঁদা চাওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। প্রশাসন সূত্রে জানা যায়,রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ক্রীড়া প্রতিযোগিতা খাতে চল্লিশ শতাংশ বাড়তি বরাদ্দ করেছে রাজ্যসরকার। বিধানসভায় নিজের কক্ষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, প্রাথমিক স্তরে সার্কেল পিছু ১০ থেকে ১২ হাজার টাকা দেওয়া হয়।এতে ক্রীড়া প্রতিযোগিতা হতো না। তাই খেলাধুলার মান বাড়াবার জন্য অর্থ বাড়ানো হয়েছে। শিক্ষকদের কাছ থেকে এই খাতে আর চাঁদা তোলা যাবে না।
আরও পড়ুনঃ বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584