রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গীতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিজিবির গুলিতে নিহত বিএসএফ জওয়ান বিজয় ভান সিং কে শ্রদ্ধা জানাতে স্মরণ সভার আয়োজন করলো বি এস এফ এর ১১৭ নং ব্যাটেলিয়ন।
বৃহস্পতিবার দুপুরে জলঙ্গীর খয়েরতলা বি এস এফ ক্যাম্পে এই স্মরণ সভায় সামিল হয়েছিলেন বি এস এফ এর ১১৭ নং ব্যাটেলিয়নের সি ও- কে এস মেহতা, জলঙ্গী ব্লক প্রশাসন, থানা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ দিন স্মরণ সভায় সাথী শহীদকে পুষ্পার্ঘ্য ও মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন বি এস এফ ক্যাম্পের কোম্পানি কমান্ড্যান্ট ও সহকর্মী জওয়ানরা।
আরও পড়ুনঃ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন স্মরণে জেলা জুড়ে রাখী বন্ধন
তাঁর স্মরণে নীরবতা পালন করেন সকলে। সভার শেষে সি ও- কে এস মেহতা এবং জলঙ্গী থেকে রানীনগর পর্যন্ত ৮ টি ক্যাম্পের কোম্পানি কমান্ড্যান্টদের সাথে সীমান্তের সমস্যা নিয়ে মত বিনিময় করেন পঞ্চায়েত প্রধান, ব্লক প্রশাসন ও গ্রামবাসীরা।
বৃহস্পতিবার থেকেই নিষেধাজ্ঞা উঠে গেল- পদ্মায় মাছ ধরা ও সীমান্ত এলাকার কৃষিকাজে। ভারতীয় সীমা অতিক্রম না করার জন্যে মৎসজীবী ও চাষীদের সচেতন করেন বিএসএফ কর্তারা। পাশাপাশি সীমান্তের গ্রামগুলিতে রাস্তাঘাট ও আলোর ব্যবস্থা ও নানান উন্নয়নমূলক প্রকল্পের আবেদন করেন গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584