জলঙ্গীতে বিএসএফ জওয়ান বিজয় ভান সিং-এর স্মরণ সভার আয়োজন

0
69

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের জলঙ্গীতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিজিবির গুলিতে নিহত বিএসএফ জওয়ান বিজয় ভান সিং কে শ্রদ্ধা জানাতে স্মরণ সভার আয়োজন করলো বি এস এফ এর ১১৭ নং ব্যাটেলিয়ন।

Remembering meeting of BSF army | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার দুপুরে জলঙ্গীর খয়েরতলা বি এস এফ ক্যাম্পে এই স্মরণ সভায় সামিল হয়েছিলেন বি এস এফ এর ১১৭ নং ব্যাটেলিয়নের সি ও- কে এস মেহতা, জলঙ্গী ব্লক প্রশাসন, থানা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ দিন স্মরণ সভায় সাথী শহীদকে পুষ্পার্ঘ্য ও মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন বি এস এফ ক্যাম্পের কোম্পানি কমান্ড্যান্ট ও সহকর্মী জওয়ানরা।

Remembering meeting of BSF army | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন স্মরণে জেলা জুড়ে রাখী বন্ধন

তাঁর স্মরণে নীরবতা পালন করেন সকলে। সভার শেষে সি ও- কে এস মেহতা এবং জলঙ্গী থেকে রানীনগর পর্যন্ত ৮ টি ক্যাম্পের কোম্পানি কমান্ড্যান্টদের সাথে সীমান্তের সমস্যা নিয়ে মত বিনিময় করেন পঞ্চায়েত প্রধান, ব্লক প্রশাসন ও গ্রামবাসীরা।

বৃহস্পতিবার থেকেই নিষেধাজ্ঞা উঠে গেল- পদ্মায় মাছ ধরা ও সীমান্ত এলাকার কৃষিকাজে। ভারতীয় সীমা অতিক্রম না করার জন্যে মৎসজীবী ও চাষীদের সচেতন করেন বিএসএফ কর্তারা। পাশাপাশি সীমান্তের গ্রামগুলিতে রাস্তাঘাট ও আলোর ব্যবস্থা ও নানান উন্নয়নমূলক প্রকল্পের আবেদন করেন গ্রামবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here