স্মরণে গালিব–আসিকুল আলম
বিশেষ প্রতিবেদন:-দেখা যাচ্ছে—আকাশে সূর্য ওঠার সময় (কবিতা লিখতে) কাগজ-কলম নিয়ে মসজিদের ভেতর থেকে বের হচ্ছেন গালিব। বাইরে প্রাকৃতিক সৌন্দর্য আর সুউচ্চ মিনার। আজ ২৭ ডিসেম্বর।বিখ্যাত উর্দু কবি মির্জা গালিবের ২২০তম জন্মদিনে গুগলের বিশেষ ডুডুল – গুগলে ঢুকতেই চোখে পড়ল বিশেষ ডুডুলটি।তাই কলম ধরা।
যাইহোক, মির্জা গালিব ১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর ভারতের আগ্রার কালামহলে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি তাঁর সৈনিক বাবাকে হারান। এরপর চাচার তত্ত্বাবধানে বড় হন। জীবন কাটে নানা দুঃখ-কষ্টে।
আগ্রায় জন্ম হলেও গালিবের কবি প্রতিভার চূড়ান্ত বিকাশ ঘটে দিল্লিতে। নয় বছর বয়সে ফার্সিতে কবিতা লিখতে শুরু করেন গালিব। পরবর্তীতে শুরু করেন উর্দুতে কবিতা লেখা। তার প্রথম দিকের গজলগুলোতে ছিল বিরহী মনের আকুতি। পরে প্রকাশ পায় সুফি চিন্তাধারা। শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের সময় তিনি সভাকবির মর্যাদা লাভ করেন। ভারতের শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফর বিখ্যাত কবিকে প্রদান করেছিলেন ‘দাবির-উল-মূলক’ ও ‘নজম-উদ-দৌলা’ খেতাব।
১৮১০ সালে প্রায় তের বছর বয়সে গালিব ওমরাও বেগম নামের এক সম্ভ্রান্ত রমণীকে বিয়ে করেন। বিবাহিত জীবনে সাত সন্তানের জন্ম দিলেও তাঁর একটি সন্তানও বাঁচেনি। শৈশবের অভিভাবকহীনতা আর নিজ সন্তানদের অকাল মৃত্যু গালিবের মনে চির বিষণ্ণতার জন্ম দেয়।
জীবনের নানা বাঁকে ঘটে যাওয়া নানান ঘটনা তাঁর হৃদয়-মন সব সময় তাঁকে তাড়িয়ে বেড়াতো। কবিতা বা শায়েরি-এর বিভিন্ন পঙক্তিতে এই দুঃখবোধ, অভাব, আর অপ্রাপ্তির অভিযোগ বারবার ফুটে উঠেছে। তেমনি এক শায়েরিতে গালিব বলছেন-
“দিল হি তো হ্যায়, না সঙ্গ ও খিস্ত,দর্দসে ভর না আয়ে কিউ?/রোয়েংগে হাম হাজার বার,কোই হামেঁ সাতায়ে কিউ?”
অর্থাৎ, ‘এটাতো আমার মন, ইট পাথরতো নয়।বেদনা থাকবে না কেন?
অবশেষে ১৮৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি দিল্লীতে মৃত্যুবরণ করেন। সেখানে নিজামউদ্দিন আউলিয়ার মাজারের কাছে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়৷
ইংরেজি সাহিত্যে যেমন শেক্সপিয়র তেমনই উর্দু সাহিত্যের প্রসঙ্গ আসলে প্রথমেই আসে মির্জা গালিবের নাম। এছাড়াও উর্দু, ফার্সি ও তুর্কি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন তিনি। বিস্ময়কর প্রতিভার অধিকারী গালিবের প্রকৃত নাম মির্জা আসাদুল্লাহ বেগ খান। গালিব তাঁর ছদ্মনাম। তবে সাহিত্যে তিনি মির্জা গালিব হিসেবেই পরিচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584