সুদীপ পাল,বর্ধমানঃ
তাঁর মেধা, তাঁর মনন ভারতীয় চলচ্চিত্র জগতের এক অনন্য সম্পদ। সদ্য প্রয়াত প্রয়াত বিশিষ্ট পরিচালক মৃণাল সেনকে স্মরণ করতে চলেছে বর্ধমান।
বর্ধমান টাউনহলে আজ ১ ফেব্রুয়ারি বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্র-এর উদ্যোগে আজ আয়োজিত হতে চলেছে এক আলোচনা সভা। চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ বলেন, চলচ্চিত্র বিশেষজ্ঞ অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় এই সভার অন্যতম প্রধান আলোচক।
আরও পড়ুনঃ ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কেন্দ্রের পক্ষ থেকে বর্ধমানবাসীদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি বলা হচ্ছে মৃণাল সেনকে তাঁরা নিজেদের মতন করে মৃণালবাবুকে শ্রদ্ধা জানাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্রের একেবারে অন্য ধারার ছবি করে মৃণাল সেন তাঁর মনন এবং রুচির ছাপ রেখেছিলেন।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র তরুণ আড়ি বলেন, মৃনাল সেন বলেছিলেন, নতুন কৃষ্টির সর্বাত্মক প্রসারে গোটা পৃথিবী উঠে আসবে আমাদের উঠোনে।…পা বাড়ালেই পৃথিবী, কিন্তু সঙ্গে সঙ্গে এও দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্নতার বিষ ছড়িয়ে পড়ছে বিশ্বে সর্বত্র।
অবস্থার অবনতি ঘটছে দিনে দিনে। …সংকট আসবে। সংকটের ঘাড়ে চেপেই আমাদের চলতে হবে। সংকটকে ভয় পেলে চলবে না। এটাকে আমরা প্রগতি বলব।’ আজ এই উক্তি বড় প্রাসঙ্গিক।
আলোচনা সভা শেষে ১৯৮০ সালে নির্মিত মৃণাল সেনের কালজয়ী ছবি ‘অকালের সন্ধানে’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584