জন্ম দিবসে উত্তম স্মরণ

0
457

পল্লব দাস,ডেস্ক প্রতিবেদনঃ

আজকের দিনে জন্ম হয়েছিল বাংলা ছায়াছবির কিংবদন্তি শিল্পী উত্তম কুমারের।বাংলা চলচ্চিত্র জগৎ যাঁকে আখ্যায়িত করেছে মহানায়ক নামে।একই দিকে তিনি অভিনেতা,চিত্র প্রযোজক এবং পরিচালক।৩ সেপ্টেম্বর ,১৯২৬সালে কলকাতায়
জন্ম হয়েছিল অরুনকুমার চট্টোপাধ্যায়ের। কলকাতার সাউথ সাবার্বা‌ন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং পরে গোয়েঙ্কা কলেজে ভর্তি হন।একসময় কলকাতা পোর্টে কাজ ও করতেন মধ্যবিত্ত অভাবের সংসার,কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু নির্ধারণ করে রেখেছিল।বাংলা চলচ্চিত্র একজন মহানায়ক পেতে চলেছিল।প্রথম ছবি নিতীন বসু পরিচালিত দৃষ্টিদান( ১৯৪৮) এর আগে মায়াডোর ছবিতে অভিনয় করেছিলেন তবে তা মুক্তি পায়নি। উত্তম কুমার দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন বসু পরিবার ছবিটিতে।এরপর ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে জুটি বাঁধলেন সুচিত্রা সেনের সাথে , তারপর শুধু সফলতার কাহিনী।উত্তম সুচিত্রা জুটি সেই সময় ছবি গুলির বাণিজ্যিক সফলতার অন্যতম ফর্মুলা ছিল।পঞ্চাশ ও ষাটের দশকে এইরকম কিছু সফল আর জনপ্রিয় ছবি হলো হারানো সুর,পথে হল দেরি,সপ্তপদী,চাওয়া পাওয়া,বিপাশা,জীবন তৃষ্ণা এবং সাগরিকা। জনপ্রিয় এই অভিনেতার
অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ছোটিসি মুলাকাত,অমানুষ এবং আনন্দ আশ্রম অন্যতম। সত্যজিৎ রায়ের পরিচালনায় দু’টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।প্রথমটি নায়ক এবং দ্বিতীয়টি চিড়িয়াখানা। চিড়িয়াখানা চলচ্চিত্রে তিনি শরদিন্দু বন্দোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ ভূমিকায় অভিনয় করেছিলেন।

Remembering Uttam Kumar on his Birthday
ছবিঃ সংগৃহীত

উত্তমের ভুবন ভোলানো হাসি,প্রেমিকসুলভ আচার-আচরণ বা ব্যবহারের বাইরেও যে থাকতে পারে অভিনয় এবং অভিনয়ের নানা ধরন,মূলত সেটাই দেখিয়ে দিয়েছিলেন।এ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। অনেক ভিন্ন ভিন্ন ধরনের ছবি করে নিজের অভিনয় দক্ষতার প্রমান দেন।
সফল অভিনেতা হওয়ার সাথে সাথে উনি পরিচালনা করেন বেশ কিছু ছবি-কলঙ্কিনী কঙ্কাবতী(১৯৮১), বনপলাশীর পদাবলী(১৯৭৩) ও শুধু একটি বছর (১৯৬৬) সফল হয়।উত্তম কুমার নিউইয়র্ক,বার্লিন চলচ্চিত্র প্রভৃতি সম্মানজনক চলচ্চিত্র উৎসবের অতিথির সম্মানও অর্জন করেছিলেন।১৯৮০ সালের ২৪ জুলাই ‘ওগো বধূ সুন্দরী’ ছবির শুটিং এই মহানায়কের শেষ ছবি।
স্কুলে থাকতেই উত্তমকুমার তাঁর পাড়ায় নাট্যসংগঠন লুনার ক্লাব এ থাকতেন।আর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুকুট’ নাটিকায় অভিনয় দিয়ে শুরু হয় তাঁর অভিনয় জীবন।

Remembering Uttam Kumar on his Birthday
ছবিঃ সংগৃহীত

মহানায়ক উত্তম কুমার চলচিত্র জগতের এক উজ্জ্বল তারা।জনপ্রিয় এই শিল্পী বাঙালীর প্রাণের মানুষ হয়ে আছেন থাকবেন।তার ছবিগুলি আজও হিট আর ততটাই জনপ্রিয় যতটা আগে ছিল।

আরো পড়ুনঃ গাড়ির ধাক্কায় আহত পড়ে রইল,গাড়ি নিয়ে থানায় গেল পুলিশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here