মেদিনীপুরের তিন সংস্থার যৌথ উদ্যোগে কার্মাটাঁড়ে বিদ্যাসাগর স্মরণ

0
149

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার সকালে কার্মাটাঁড়ে বিদ্যাসাগরের আবাস স্থলে ১২ই আশ্বিন মাল্যদান করে বিদ্যাসাগরের জন্মাদিবস পালন করা হলো মেদিনীপুরেল তিন সংস্থার উদ্যোগে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বিদ্যাসাগরের ঐতিহাসিক ২০০তম জন্মদিবস l

Remembering Vidyasagar at Karmatard
নিজস্ব চিত্র

তারপর ২ কিমি দূরে অবস্থিত কার্মাটাঁড়ে ঝুমাদেবী মধ্য বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে বিদ্যাসাগরের জীবনী ও আদর্শে বিভিন্ন দিক ও কার্মাটাড়ে তার কাজকর্মের খতিয়ান তুলে ধারা হয় এবং মেদিনীপুর থেকে নিয়ে যাওয়া মিষ্টি ও চকোলেট ১৫৬ জন ছাত্র ছাত্রী দের বিতরণ করা হয় l আয়োজক ছিলেন মেদিনীপুর .ইন , মেদিনীপুর সমন্বয় সংস্থা ও পশ্চিম মেদিনীপুর জঙ্গল মহল উদ্যোগ ।এই তিনটি সংস্থার যৌথ প্রয়াসে পালিত হলো এই কর্মসূচি ।

Remembering Vidyasagar at Karmatard
নিজস্ব চিত্র

সংস্থা তিনটির পক্ষে উপস্থিত ছিলেন অমিত কুমার সাহু ,মানিক চন্দ্র ঘাটা ও বিশ্বজিৎ সাউ । ছিলেন কার্মাটাঁড় বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির ট্রেজারার সচ্চিদানন্দ সিনহা l

আরও পড়ুনঃ পাঁচদফা দাবিতে খড়্গপুরে মহকুমা শাসককে ডেপুটেশন

স্কুলের অনুষ্ঠান শেষ করে বিদ্যাসাগরের আবাস্থলে দ্বিতীয় পর্বে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে -অমিত কুমার সাহু ও অতনু মিত্রের লেখা ” ক্যুইজে বিদ্যাসাগর ” বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন কার্মাটাঁড় বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির ট্রেজারার সচিদানন্দ সিনহা মহাশয় l

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here