নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার সকালে কার্মাটাঁড়ে বিদ্যাসাগরের আবাস স্থলে ১২ই আশ্বিন মাল্যদান করে বিদ্যাসাগরের জন্মাদিবস পালন করা হলো মেদিনীপুরেল তিন সংস্থার উদ্যোগে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বিদ্যাসাগরের ঐতিহাসিক ২০০তম জন্মদিবস l
তারপর ২ কিমি দূরে অবস্থিত কার্মাটাঁড়ে ঝুমাদেবী মধ্য বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে বিদ্যাসাগরের জীবনী ও আদর্শে বিভিন্ন দিক ও কার্মাটাড়ে তার কাজকর্মের খতিয়ান তুলে ধারা হয় এবং মেদিনীপুর থেকে নিয়ে যাওয়া মিষ্টি ও চকোলেট ১৫৬ জন ছাত্র ছাত্রী দের বিতরণ করা হয় l আয়োজক ছিলেন মেদিনীপুর .ইন , মেদিনীপুর সমন্বয় সংস্থা ও পশ্চিম মেদিনীপুর জঙ্গল মহল উদ্যোগ ।এই তিনটি সংস্থার যৌথ প্রয়াসে পালিত হলো এই কর্মসূচি ।
সংস্থা তিনটির পক্ষে উপস্থিত ছিলেন অমিত কুমার সাহু ,মানিক চন্দ্র ঘাটা ও বিশ্বজিৎ সাউ । ছিলেন কার্মাটাঁড় বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির ট্রেজারার সচ্চিদানন্দ সিনহা l
আরও পড়ুনঃ পাঁচদফা দাবিতে খড়্গপুরে মহকুমা শাসককে ডেপুটেশন
স্কুলের অনুষ্ঠান শেষ করে বিদ্যাসাগরের আবাস্থলে দ্বিতীয় পর্বে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে -অমিত কুমার সাহু ও অতনু মিত্রের লেখা ” ক্যুইজে বিদ্যাসাগর ” বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন কার্মাটাঁড় বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির ট্রেজারার সচিদানন্দ সিনহা মহাশয় l
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584