নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
২০০২ সালের ২২ সেপ্টেম্বর কেশপুর ব্লকের পিয়াসা গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী অজয় আচার্য সহ সাত তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুন করেছিল সিপিএম আশ্রিত গুন্ডাবাহিনী। অভিযোগ, মৃত তৃণমূল কর্মীদের দেহগুলি লোপাট করার জন্য গরুর গাড়িতে করে তৎকালীন রাজ্যের মন্ত্রী তথা সিপিএমের নেতা সুশান্ত ঘোষের নির্দেশে গড়বেতা থানার বেনাচাপড়া গ্রামে সুশান্ত ঘোষের বাড়ির কাছে এলাকায় মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছিল।
সেই ঘটনার স্মরণে আজ তৃণমূলের পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। রবিবার কেশপুর ব্লকে আসালা ও ডাঙ্গা এলাকায় আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক শিউলি সাহা, দিনেন রায় আশীষ চক্রবর্তী শ্রীকান্ত মাহাতো কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ, এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও, এই দিন এই অনুষ্ঠানে প্রথমেই শহীদ বেদীতে ফুলের মালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই সকল তৃণমূল নেতৃত্ব।
এই অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ২০০২ সালের ২২ সেপ্টম্বর যেভাবে সিপিএমের হার্মাদ এলাকায় তৃণমূলের সাত জন কর্মীকে নৃশংস ভাবে খুন করেছিল তা আমরা আজও ভুলে যাইনি। ওদের রক্তের বিনিময়ে আমরা ক্ষমতায় এসেছি ওদের রক্ত ব্যর্থ হয়নি পরিবারগুলি পাশে রয়েছে দল, আগামী দিনেও থাকবে।
তিনি আরও বলেন, অভিযুক্তরা সকলেই শাস্তি পাবে অভিযুক্তরা শাস্তি না পাওয়া পর্যন্ত শহীদদের আত্মা শান্তি পাবে না।
আরও পড়ুনঃ দায়িত্ব পালন না করে সমবায় ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছে কেন্দ্র অভিযোগ শুভেন্দুর
তিনি বলেন, যারা সেই সময় নিরীহ কর্মীদের তৃণমূল করার অপরাধে সিপিএমের হার্মাদ বাহিনীর যেভাবে খুন করেছিল তা কেশপুরের মানুষ এখনো ভুলে যায়নি। সেই সিপিএম-ই লাল জার্সি খুলে গেরুয়া জার্সি পড়ে বিজেপি দলের নাম লিখিয়ে ফের শান্ত কেশপুরকে অশান্ত করার চক্রান্ত শুরু করেছে। তবে তিনি বলেন বিজেপি আশা পূরণ হবে না কেশপুরের মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584