মনিরুল হক, কোচবিহারঃ
সারাভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত কমল গুহর দ্বাদশতম প্রয়াণ দিবস শ্রদ্ধার সাথে পালিত হল কোচবিহারে। সারা ভারত ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে সোমবার দিনহাটাসহ কোচবিহার জেলার বিভিন্ন স্থানে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানো হয়।এদিন দিনহাটা শহরের হেমন্ত বসু কর্ণারে কমল গুহের স্মৃতিসৌধে মাল্যদান করেন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।

কমল গুহর স্মৃতি সৌধে মাল্যদান করেন কমল গুহ স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, কমল গুহ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ডাঃ বিদ্যুৎ কমল সাহা, তৃনমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী, দলের শহর ব্লক কার্যকারী সভাপতি বিশু ধর, দিনহাটা পৌরসভা উপ পৌরপ্রধান শুভময় চক্রবর্তী ও অন্যান্যরা।
এদিকে ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে দিনহাটার নাজির হাটে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানো হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন সারা ভারত যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ সহ আরও অনেকে। এদিন দিনহাটা শহর সহ মহকুমার বিভিন্ন স্থানে প্রয়াত নেতার প্রয়াণ দিবস শ্রদ্ধার সাথে পালিত হয়। সারাভারত ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে কোচবিহার জেলা কার্যালয়ে প্রয়াত নেতা কমল গুহর প্রয়াণ দিবস পালন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584