মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে রবীন্দ্র-নজরুল স্মরণ

0
120

নিজস্ব প্রতিবেদক,মেদিনীপুরঃ

শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের​ ফ্লিম সোসাইটি সভাগৃহে অবিভক্ত মেদিনীপুর জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান।চারাগাছে জল ঢেলে “হৃদয়ে রবীন্দ্রনাথ​,চেতনাতে নজরুল'” শীর্ষক এই অনুষ্ঠানে র সূচনা হয়। উদ্বোধনী সমবেত সংগীত পরিবেশন করেন কুইজ কেন্দ্রের সদস্য-সদস‍্যাগণ। আবৃত্তি, নৃত্য, সংগীত, নাটক ও আলোচনার মধ্য দিয়ে কবি প্রণামে অংশ নেন সংস্থার সদস‍্য, সদস‍্যাবৃন্দ সহ অতিথিগণ। বড়দের পাশাপাশি নজর কাড়ে কচিকাঁচাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিজস্ব চিত্র

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষাব্রতী বিবেকানন্দ চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী, লেখিকা রোশেনারা খাঁন। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কুইজ কেন্দ্রের সম্পাদক মৌসম মজুমদার। তিনি বলেন কুইজের প্রসারের পাশাপাশি সমাজসেবা ও সুস্থ সংস্কৃতির বিকাশে কুইজ কেন্দ্র সচেষ্ট থাকবে।

নিজস্ব চিত্র

সভায় সভাপতিত্ব করেন গৌতম বোস। চারাগাছ প্রদানের মধ্য দিয়ে অতিথিদের ও সভাপতিকে বরণ করে নেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে প্রসূন কুমার পড়িযা,অমিতেশ চৌধুরী, চঞ্চল হাজরা, দুর্গপদ মাসান্ত,আল্পনা দেবনাথ বসু,শবরী বসু, ভাস্করব্রত পতি, সুপর্ণা মজুমদার , সুদীপ কুমার খাঁড়া, সুভাষ জানা,, মণিকাঞ্চন রায়,সৌনক সাহু,
প্রিয়াঙ্কা মাইতি,রণিতা সাহু, চন্দ্রিমা সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজস্ব চিত্র

বিবেকানন্দ চক্রবর্তী তাঁর বক্তব্যে প্রাঞ্জল ভাষায় কচিকাঁচাদের উপযোগী করে রবীন্দ্র-নজরুলের উপর আলোচনা করেন। পাশাপাশি ড.চক্রবর্তী শিশুশিল্পী দের অংশগ্রহণ ও পারফরমেন্সের প্রশংসা করেন। তাঁর হাতে কুইজ কেন্দ্র প্রকাশিত বিশেষ নজরুল সংখ্যা তুলে দেওয়া হয়।রোশেনারা খাঁন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র-নজরুলের জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।প্রসূন পড়িয়া তাঁর বক্তব্যে বর্তমান প্রজন্মকে আরো বেশি করে রবীন্দ্র-নজরুল চর্চার আহ্বান জানান। মনোজ্ঞ সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন অমিতেশ চৌধুরী, জয়ন্তী পতি,সন্তু রায়,সুতশ্রী পড়িয়া,শ্বেতশ্রী পড়িয়া,অন্তরা বসু জানারা।

নিজস্ব চিত্র

শেষলগ্নে শিক্ষক দুর্গাপদ মাসান্তের পরিচালনায় কচিকাঁচা শিল্পীদের দ্বারা অভিনীত, রবীন্দ্র কবিতা অবলম্বনে রচিত “দুই বিঘা জমি” নাটকটি উপস্থিত সকলের মন জয় করে নেয়। প্রশংসনীয় অভিনয় করলো সান্দ্রস্নিগ্ধ,আরুষি,সৌর, আর্যান,সোমসপ্তক,মৌপর্ণা, ত্রিপর্ণা,সমীপর্ণারা।সবশেষে রবীন্দ্র-নজরুল বিষয়ক রার্নিং ঘরোয়া কুইজ অনুষ্ঠিত হয়। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন স্নেহাশীষ চৌধুরী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here