উত্তর দিনাজপুরে রবীন্দ্র স্মরণ

0
55

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

বুধবার উত্তর দিনাজপুর জেলার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্ৰিয় রঞ্জন দাসমুন্সি ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবসকে স্মরণ করে ২২শে শ্রাবণ দিনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভুঁই মালি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শকমন্ডলী।নিজস্ব চিত্র

তিনি তাঁর বক্তব্যে বলেন যে,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের প্রতিদিনের কর্মকাণ্ডের সাথে যুক্ত।অনুষ্ঠানে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রায়গঞ্জের বিশিষ্ট ব্যক্তিগণসহ উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক রানাদেব দাস।অনুষ্ঠানে রায়গঞ্জের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।রায়গঞ্জের বহু বিশিষ্ট রবীন্দ্রপ্রেমী মানুষেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here