সুদীপ পাল,বর্ধমানঃ
শহর জুড়ে রয়েছে ম্যানহোল।কিন্তু বর্ধমান শহরের অনেক ম্যানহোলের ঢাকনা নেই।ঢাকনাহীন এই ম্যানহোলগুলিতে যে বিপদে রয়েছে তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন বর্ধমানের বাসিন্দারা। বর্ধমান শহরের পশ্চিম দিকে কাঞ্চননগর, রথতলা,রাজগঞ্জের মত এলাকার সঙ্গে শহরের অন্য সমস্ত জায়গার যোগাযোগের প্রধানতম মাধ্যমটি হলো বোরহাট রোড।নতুনগঞ্জ মোড়ের কাছে এসে বোরহাট রোড বিসি রোডের সঙ্গে মিশে যায়।এইখানে রয়েছে গভীর নিকাশি নালা।এই নিকাশি নালা দিয়েই এলাকার বর্জ্য জল প্রবাহিত হয়।কিন্তু নালার ওপর এর বেশ কয়েকটি জায়গায় ম্যানহোলের উপরে থাকা ঢাকাগুলি নেই। ফলে ফাঁকা হয়ে পড়ে রয়েছে ম্যানহোল। এলাকার বাসিন্দারা বলছেন, কয়েক বছর আগে নিকাশি নালার ঢাকার ব্যবস্থা করেছিল বর্ধমান পৌরসভা। বর্তমানে বহু মানুষ এই ঢাকাটিকে ফুটব্রিজ হিসেবে এখন ব্যবহার করছেন।কিন্তু যেভাবে ম্যানহোলের ঢাকনা বিলীন হচ্ছে তাতে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।অনেকের মতে এই ঢাকনাগুলি চুরি হয়ে গিয়েছে।তারপর থেকে আর প্রশাসনিক কোন উদ্যোগ নেওয়া হয়নি যাতে পুনরায় ঢাকনার ব্যবস্থা করা যায়।দিনের সাথে সাথে রাতেও বহু মানুষ ফুটব্রিজ হিসেবে ব্যবহার করেন এটি। এখন কোনো ভাবে যদি পা ফস্কে নিচে পড়ে যান তাহলে বড় ধরনের বিপদ হতে পারে বলেই মত তাঁদের।তাছাড়া বর্জ্য জল যাওয়ার জন্য এই নালা।তা যদি ঢাকনাবিহীন হয় তাহলে সেটি অত্যন্ত অস্বাস্থ্যকরও বটে। বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন বলেন,কেন এই এলাকায় ম্যানহোলগুলি এতদিন আঢাকা অবস্থায় পড়ে রয়েছে তা খতিয়ে দেখা হবে।খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের জীবনাবসান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584