‘রিমুভ চায়না অ্যাপস’-কেই রিমুভ করল গুগল প্লে স্টোর

0
127

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সৌজন্যে:টেকক্রাঞ্চ

প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ‘রিমুভ চায়না অ্যাপস’কে সরিয়ে দিল গুগল।

চলতি ভারত-চিন সীমান্তে উত্তেজনা ও বিভিন্ন সামাজিক মাধ্যমে চিনা দ্রব্য পরিহার করার আবেদন সাম্প্রতিক খুব ভাইরাল হচ্ছে। এই পরিস্থিতিতে এই অ্যাপটি খুব জনপ্রিয় হয়ে ওঠে ইন্ডিয়ায়। প্রায় ৫০ লক্ষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে।

সংবাদ সংস্থা রয়টার্সকে এক গুগল মুখপাত্র জানান যে গুগল প্লে স্টোরের পলিসি না মানার জন্য অ্যাপটিকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি তার থেকে বেশি কিছু তথ্য দেননি। ডেভেলপারদের তরফ থেকেও অ্যাপটিকে সরিয়ে দেওয়ার সত্যতা স্বীকার করা হয়েছে।

প্রথমে দাবি করা হয় যে অ্যাপটি শিক্ষা সংক্রান্ত ব্যাপারে ব্যবহার করা হবে। কিন্তু অ্যাপটি ডাউনলোড করলেই ফোনে চিনের অ্যাপস সমূহের একটি তালিকা চলে আসছিল। তারপর ব্যবহারকারীরা অ্যাপগুলোকে আনইন্সটল করতে পারছিল।

আরও পড়ুন:গুগল প্লে স্টোর থেকে সরান হল অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ‘মিত্রোঁ’কে

এখন নতুন করে কেউ এই অ্যাপটি আর ডাউনলোড করতে পারবেনা। কিন্তু যাদের ফোনে অ্যাপটি ইতিমধ্যে রয়েছে তারা ইচ্ছা করলে অ্যাপটি ব্যবহার করতে পারবে। তবে গুগলের ভেরিফিকেশন ছাড়া কোন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত হবে তা বলা মুশকিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here