পোস্টার খুলে পরিবেশ স্বাভাবিক করতে অবশেষে দাড়িভিটে মহকুমা শাসক

0
56

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

removing the poster environment normal | newsfront.co
নিজস্ব চিত্র
removing the poster environment normal | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুলগেট থেকে রাজেশ ও তাপসের ছবি সহ ব্যানার ও পোস্টার না খোলার দাবী নিয়ে মিছিল করল দাড়িভিট স্কুলের পড়ুয়ারা। শনিবার হাতে প্ল্যাকার্ড নিয়ে স্কুল মাঠে মিছিল করে ছাত্র ও ছাত্রীরা। “ছাত্র খুনের সরকার আর নেই দরকার” লেখা প্ল্যাকার্ডও এদিন দেখা গিয়েছে পড়ুয়াদের হাতে।ন্যায্য দাবী না মেলা পর্যন্ত পোস্টার সরানো হবেনা বলেও এদিন জানানো হয়েছে পড়ুয়াদের পক্ষ থেকে।গতকালই হাইকোর্টের নির্দেশ মেনে দাড়িভিট স্কুল গেটে লাগানো রাজেশ ও তাপসের ছবি সহ ব্যানার পোস্টার খুলতে গিয়ে নিহতদের পরিবারের বাধার মুখে পড়তে হয় পুলিশ ও প্রশাসনকে।শুক্রবার প্রথমে ব্যানার খুলতে গেলে বাধার মুখে পড়েন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল।এরপর সন্ধ্যায় ইসলামপুরের বিডিও শতদল দত্ত পুলিশকে সঙ্গে নিয়ে পোস্টার খুলে ধর্না তুলতে গিয়েও ব্যর্থ হন। নিহতদের পরিবারের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদেরও।গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট স্কুল চত্বর থেকে সমস্ত পোস্টার-ব্যানার খুলে স্বাভাবিক পরিবেশ ফেরানোর জন্য ইসলামপুরের মহকুমা শাসককে নির্দেশ দেয়। এদিন আদালতের সেই নির্দেশ কার্যকর না করার দাবীতে আন্দোলন করতে দেখা যায় পড়ুয়াদের।এদিকে ইসলামপুরের মহকুমা শাসক দাড়িভিটে পৌঁছেছেন।পরিস্থিতি স্বাভাবিক করতে বৈঠক করছেন তিনি।

removing the poster environment normal | newsfront.co
নিজস্ব চিত্র
removing the poster environment normal | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুন: নয়ানজুলি বাস উলটে আহত কমপক্ষে কুড়ি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here