আগের রূপে ফিরলেও আতঙ্ক কাটেনি যাত্রীদের

0
59

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

গত জানুয়ারি মাসে হঠাৎ করে ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বারের একাংশ। একই সাথে অনুসন্ধান ও গাড়ি বারান্দার একাংশও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। শনিবার থাকায় যাত্রীদের চাপ অনেকটাই কম ছিল সেদিন। তাই জন্য তেমন বড় দুর্ঘটনা ঘটেনি।

Burdwan Station | newsfront.co
নতুন রূপে বর্ধমান স্টেশন। নিজস্ব চিত্র

সে দিনের দুর্ঘটনায় বিল্ডিং ভেঙে কয়েকজন আহত হন ও এক যুবকের মৃত্যুও ঘটেছিল। তারপর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল এই অংশ। রেলের তরফ থেকে দ্রুত মেরামত করে আবার সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রবেশদ্বার।

আরও পড়ুনঃ বিধায়কের অনুষ্ঠানে ডাক না পাওয়ায় বিক্ষোভ দলীয় কর্মী সমর্থকদের

তবে যাত্রীদের একাংশ বলছেন, ওই ঘটনায় আতঙ্ক আজও যাত্রীদের মধ্যে একটা দুঃস্বপ্ন। আবারও কিছু ভেঙে পড়বে কিনা সেই আতঙ্কেই রয়েছেন তারা। তবে প্লার্টফর্ম নতুন রূপ পেলেও সেই আতঙ্কের রেশ এখনও থেকেই গেছে যাত্রীদের মধ্যে।

তবে রেলের তরফে প্রথমে ভেঙে পড়া অংশ পুরোপুরি ভেঙে ফেলা হয়। তারপরে নতুন করে তা তৈরি করার কাজ শুরু হয়। শুধু নতুন করে বিল্ডিং তৈরি নয়, বেশ কিছু জায়গায় মধুবনি চিত্র আঁকা হয়েছে।

তাতে স্টেশনের সৌন্দর্য আরও অনেকটা বেড়েছে। যাত্রীরা বলছেন, ভবিষ্যতে বিল্ডিং ভেঙে পড়া বা অন্যান্য দুর্ঘটনা যাতে না ঘটে রেল কর্তৃপক্ষ অবশ্যই নজর দেবে বলে তাঁদের বিশ্বাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here