নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন শুরুর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, যদি কোন ভাড়াটিয়া বাড়ি ভাড়া না দিতে পারেন, তবে তাকে ভাড়ার জন্য কোন চাপ দেওয়া যাবেনা।

কিন্তু এর উলটো ঘটনা ঘটেছে রায়গঞ্জে। বাধ্য হয়ে ভাড়াটিয়ারা সোমবার উত্তর দিনাজপুর জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, একমাসের বাড়ি ভাড়া দিতে না পারার অভিযোগে ভিনরাজ্যের হকারদের বাড়ি ছাড়ার জন্য চাপ দিচ্ছেন মালিক।
লকডাউনে বাড়ি ছেড়ে তারা কোথায় যাবেন। জেলাশাসকের কাছে তাঁরা যে যার রাজ্যে নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার না হলে এখানে থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান, হকারদের অভিযোগ তিনি পেয়েছেন।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় পুর কাউন্সিলরদের ৬ মাসের ভাতা মুখ্যমন্ত্রীর তহবিলে দান
বিষয়টি মহকুমাশাসককে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
তবে লকডাউন উঠে যাওয়ার পরে যাতে ভাড়াটিয়ারা বকেয়া পরিষোধ করেন, সে বিষয়টিও প্রশাসনের পক্ষ থেকে দেখা হবে বলে সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584