ফিরছে ‘গানের ওপারে’ থেকে ‘ওগো বধূ সুন্দরী’

0
881

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

দর্শকের মনোরঞ্জন করতে আরও কয়েকটি ধারাবাহিকের পুনঃসম্প্রচার হতে চলেছে খুব শীঘ্রই। আসছে ‘গানের ওপারে’ এবং ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভজ গোবিন্দ’, ‘কিরণমালা’, ‘পটলকুমার গানওয়ালা’। প্রত্যেকটি ধারাবাহিকই একসময় দর্শকের মনে ভালোবাসার ছোঁয়া দিয়েছিল৷

Ogo Badhu Sundari | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

দর্শক একটু অন্য স্বাদ পেয়েছিলেন পুপে আর গোরার কাছ থেকে। মানে ‘গানের ওপারে’র কাছ থেকে। ২০১০-এ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে ঋতুপর্ণ ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আসে ‘গানের ওপারে’।

Patal kumar Gaanwala | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আধুনিক মোড়কে অতীতের কথা ছিল ধারাবাহিকের রসদ। পুপে মনে করে রবীন্দ্রনাথ সনাতন। আর গোরা ভাবে কবি আধুনিকতার প্রতীক। মতের অমিল হলেও প্রেম জমে দুজনের। তবে তাদের মাঝে এসে হাজির হয় প্রদীপ্ত। শুরু হয় ত্রিকোণ প্রেম।

serial | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও একবার এই ধারাবাহিকের মজা নেওয়ার দিন আসন্ন৷ বিভিন্ন চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দীপঙ্কর দে, অপরাজিতা আঢ্য, বিশ্বজিৎ চক্রবর্তী, অনিন্দিতা বসু, কৌশিক সেন, ইন্দ্রাশিস রায় এবং সব্যসাচী চক্রবর্তী সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ চেনা গান অন্য তাল

ওদিকে ‘ওগো বধূ সুন্দরী’ নিপাট একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে তৈরি হলেও ছিল মজার এসেন্স। বিভিন্ন চরিত্রে ছিলেন ঋতাভরী, রাজদীপ, গোগোল, সোহিনী সরকার, রনি, রাজন্যা, মৈত্রেয়ী।মিত্র সহ আরও অনেকে।
৬ এপ্রিল থেকে প্রতিদিন ‘গানের ওপারে’ দেখুন বিকেল ৫ টায়, ‘ওগো বধূ সুন্দরী’ ৬ এপ্রিল থেকে দেখুন সন্ধে সাড়ে ৬ টায়।

serial | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ আকাশের নস্ট্যালজিয়া

কটকটির ষড়যন্ত্র ‘কিরণমালা’র হাত ধরে ফের দেখুন ৪ এপ্রিল থেকে সকাল ১০ টায়, আদুরে নাতনি আর ভজগোবিন্দর ভরপুর প্রেমে ঠাসা ‘ভজ গোবিন্দ’ দেখুন ৪ এপ্রিল থেকে সকাল ১১ টায়, ছোট্ট হিয়া দে অভিনীত ‘পটলকুমার গানওয়ালা’ দেখুন ৪ এপ্রিল থেকে দুপুর ৩ টেয়।

হতে পারে এরকম আরও অনেক ধারাবাহিকের পুনঃসম্প্রচার। তাই চোখ রাখুন স্টার জলসায়। আর খবরাখবরের জন্য দেখতে থাকুন ‘নিউজ ফ্রন্ট’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here