মনিরুল হক, কোচবিহারঃ প্রবীন নেতৃত্বদের সম্পাদক মণ্ডলী থেকে সরিয়ে দিল সিপিএমের কোচবিহার জেলা সংগঠন। রবিবার সাংবাদিক সম্মেলন করে প্রবীন নেতৃত্বদের সরিয়ে দেওয়ার কথা জানান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বিরোধী দল নেতা সুজন চক্রবর্তী ও কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।
সিপিএম নেতৃত্বরা জানিয়েছেন, জ্ঞানেন্দ্র চন্দ্র চন্দ, অখিল প্রামানিক, প্রদীপ নাথদের বয়সের কারনে, এছাড়াও নারায়ণ সরকার, বিশ্বনাথ চৌধুরী ও রঞ্জিত সরকারকে কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলী সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দুই নতুন মুখ বিপিন শীল ও অমিত দত্ত(আমন্ত্রিত সদস্য)কে সম্পাদক মণ্ডলীতে নিয়ে আশা হয়েছে।
সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, “প্রত্যেক জেলাতেই সম্পাদক মণ্ডলীর পূর্ণগঠন হচ্ছে। আজ কোচবিহারের পর আগামী কাল মালদায় তা সম্পূর্ণ হলে সব জেলাতেই নতুন জেলা সম্পাদক মণ্ডলীর পুনর্গঠনের কাজ সম্পূর্ণ হবে।”
সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, “বয়স জনিত কারনেই দলীয় কাজ করতে পারছিলেন না বলেই প্রবীণদের বাদ দিয়ে নতুন মুখ আনা হয়েছে। এখনও পর্যন্ত আমন্ত্রিত নিয়ে ১১ জনের সম্পাদক মণ্ডলী হয়েছে। আরও দুজন এই ক্মিতে নেওয়া হবে।”
এদিন সাংবাদিক সম্মেলনে সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তী কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের ব্যাপক সমালোচনা করেন। এদিন সাংবাদিক সম্মেলনের পর কোচবিহার সুকান্ত মঞ্চে সিপিএমের একটি কর্মীসভাও হয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584