নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
অবশেষে উদ্বেগ কাটলো উত্তর দিনাজপুরের। দিল্লির নিজামুদ্দিন ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া বিদেশি সহ ১৩ জন জেলার লাগোয়া বিহারের কিষানগঞ্জে কোয়ারান্টিনে ছিলেন, তাদের প্রত্যেকের করোনা ভাইরাস সংক্রমনের রির্পোট ‘নেগেটিভ’ এসেছে।
এদের কিষানগঞ্জে রাখা হলেও উত্তর দিনাজপুর প্রশাসনের যথেষ্ট মাথা ব্যাথা ছিল। কারন, জেলার পাঞ্জিপাড়া, চাকুলিয়া, রামপুরের সঙ্গে কিষানগঞ্জের দূরত্ব দু’কিলোমিটারেরও কম।
আরও পড়ুনঃ হোম কোয়ারেন্টাইনের পোস্টার সাঁটানোতে ফের বাধা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
কিষানগঞ্জের প্রচুর লোক দৈনিক যাতায়াত করেন কিষানগঞ্জে। এমনকি কিষানগঞ্জ রেল ষ্টেশন থেকেই উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার মানুষ দূরপাল্লার ট্রেন ধরেন। দুই রাজ্যের অর্থনীতি একে অপরের উপর নির্ভরশীল।
এদিকে ডালখোলা থেকে যে ১৩ জন নিজামুদ্দিন ফেরত ব্যক্তিকে আটক করা হয়েছিল, তারা এখন কলকাতার কোয়ারান্টিনে রয়েছেন এবং তারা ‘পজিটিভ’ এমন কোন খবর জেলায় এসে পৌঁছয়নি। এবিষয়ে জেলা প্রশাসনের বক্তব্য, কিষানগঞ্জের ‘নেগেটিভ’ রিপোর্ট এসে পৌছনোয় তাঁরা স্বস্তি বোধ করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584