রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে ঘরে ফিরছে শ্রমিকের দল

0
46

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

নিউজফ্রন্টের খবরের জের। কুল্পি আইটিআই কলেজ থেকে বাড়ি ফিরছে পূর্ব মেদিনীপুর থেকে আসা ৮১ জন ইটভাটার শ্রমিক। লকডাউনে রাতের আঁধারে হুগলী নদী থেকে ভটভটি করে দক্ষিন ২৪ পরগনার জীবনতলা, বাসন্তি, কুলতলি সন্দেশখালিতে বাড়ি ফিরছিলেন একাধিক শ্রমিক।

workers | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু লকডাউনে দুদিন বেলপুকুর গ্রামপঞ্চায়েতের হুগলী নদীর তটে তারা থেকে যান অভুক্ত অবস্থায়। এরপর বেলপুকুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সানোয়ার হোসেন, কুল্পি ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতির নির্দেশে খাবারের ব্যবস্থা করে। খবর প্রকাশ করে নিউজফ্রন্ট।তৎপর হয় প্রশাসন।

Taraknath Pramanik | newsfront.co
তারকনাথ প্রামাণিক। নিজস্ব চিত্র

তৃণমূল যুব কংগ্রেস খাওয়ার ব্যবস্থা গ্রহন করে। সহযোগিতার হাত বারান পুলিশ প্রশাসন। অবশেষে ঘরে ফেরার পালা সেই শ্রমিকদের। কোয়রান্টিন শেষ হবার পর মেডিকেল পরীক্ষা নিরিক্ষা করে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ গোয়ালতোড় ব্যবসায়ী সমিতির

Sanoyar Molla | newsfront.co
সানোয়ার হোসেন মোল্লা।নিজস্ব চিত্র

সরকারি চারটি বাসে করে বাড়ি ফেরান হয় ৮১ জন শ্রমিকদের। রমজানের আগে অনেকে স্বস্তি পেলেন তারা। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে দাবি প্রশাসনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here