সুদীপ পাল,বর্ধমানঃ
সত্তরতম প্রজাতন্ত্র দিবস। সারাদেশে সাড়ম্বরে যেভাবে দিনটিকে উদযাপন করা হচ্ছে দুই বর্ধমানের দেখা গেল একই রকম শ্রদ্ধার সাথে দিনটি পালিত হচ্ছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিদ্যালয়-মহাবিদ্যালয়গুলিতে জাতীয় পতাকা উত্তোলন করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করছে। পশ্চিম বর্ধমানের জেলা শাসক শশাঙ্ক শেট্টী জাতীয় পতাকা উত্তোলন করেন পাশাপাশি কুচকাওয়াজ পরিদর্শন করেন। রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের ট্যাবলো সাজিয়ে গ্রাউন্ডের পরিক্রমা করা হয়।
আরও পড়ুন: মাটির নীচে সোনার কয়েন কুড়াতে হুড়োহুড়ি
বর্ধমান জেলা শাসক দপ্তরেও যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করা হয়।পূর্ব বর্ধমানের মানকর কলোনীর ‘অমরজিৎ সংঘ’ সকালে কচিকাঁচাদের নিয়ে প্রভাতফেরিতে বেরোয়। ক্লাব সদস্য বুদ্ধদেব দে বলেন, ‘আজ ৭০তম প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। দিনটিকে শ্রদ্ধা জানাতে আমাদের সামর্থ্য অনুযায়ী প্রভাতফেরির পর সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। নিজেদের ক্ষুদ্র সীমা থেকে বেরিয়ে এসে যাতে বৃহত্তর ক্ষেত্রে যাঁরা বিশেষ অবদান রেখেছেন আজকের এই বিশেষ দিনে তাঁদের বাণীই হোক আমাদের পাথেয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584