সুদীপ পাল, বর্ধমানঃ
এলাকায় দমকল কেন্দ্র প্রয়োজন, পশ্চিম বর্ধমানের কুলটির বাসিন্দারা প্রশাসনের কাছে এই আর্জি করেছে বার বার। কিন্তু কোনো রকম তাতে লাভ হয়নি বলে তাঁদের অভিযোগ। বাসিন্দাদের বক্তব্য, কুলটিতে প্রচুর কলকারখানা রয়েছে। একই সাথে পুরনো বাজার এবং ঘনবসতিও রয়েছে। এলাকায় কোনো দমকল কেন্দ্র না থাকায় বিপদের আশঙ্কা নিয়ে দিনযাপন করতে হয় বাসিন্দাদের।
বাসিন্দাদের অভিযোগ, কোথাও আগুন লাগলে আসানসোল থেকে দমকলের ইঞ্জিন আসার জন্য অপেক্ষা করতে হয় এলাকাবাসীকে। তার জেরে আগুন ছড়িয়ে পড়ে আশঙ্কা থাকে বড় ধরনের বিপদের। কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে সময়মতো দমকল ইঞ্জিন সময়মতো না এসে পৌঁছাতে পারার ফলে বড় ধরনের বিপদ ঘটেছে।
আরও পড়ুনঃ বিকল্প চাষে করলায় লাভ
প্রশাসনের নজর দেওয়ার জন্য একাধিকবার প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। যদিও ফুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, কুলটিতে দমকল কেন্দ্র বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে প্রশাসনের। জমি পেলেই শুরু হবে কাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584