নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের অফিসে মিলল তাজা বোমা। তাই নিয়ে তুমুল চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে। জেলার কামাখ্যাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির অফিস ছিল। তৃণমূলের অভিযোগ লোকসভা নির্বাচনের পর এই অফিস দখল করে বিজেপি। মঙ্গলবার এই অফিস পুনর্দখল করতে গেলে অফিসের ভেতরে বোমা নজরে পড়ে তৃনমূলের আই এন টি টি ইউ সি কর্মীদের। পরে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে কুমারগ্রাম থানার পুলিশ পৌছেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। অভিযোগ পুনর্দখল করতে এসে তৃণমূলের কর্মী-সমর্থকরাও আলমারি থেকে বোমা উদ্ধার করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের ফাসানোর জন্য নিজেরাই এই বোমা রেখে, মিথ্যা অভিযোগ তুলছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কুমারগ্রাম থানার আই সি ঘটনাস্থলে রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584