হিলিতে সোনার বিস্কুট উদ্ধার, ধৃত ১

0
115

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

হিলিতে ১১টি সোনার বিস্কুট সহ গ্রেফতার ব্যক্তি। শনিবার সকাল পৌনে নটা নাগাদ হিলি ব্লকের ২ নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের বালুপাড়া এলাকা থেকে হানা দিয়ে ১১টি সোনার বিস্কুট উদ্ধার সহ সাহাদ্দুল মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ১৯৯ ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান। আইনি প্রক্রিয়া শেষে সোনার বিস্কুট সহ ধৃত ব্যক্তিকে হিলি কাস্টমসের হাতে তুলে দেবে বিএসএফ কর্তৃপক্ষ।

soldier | newsfront.co
উদ্ধার হওয়া সোনার বিস্কুট। নিজস্ব চিত্র

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে শনিবার সকালে বালুপাড়া এলাকায় হানা দেয় বিএসএফ একটি বিশেষ দল। ঘটনাস্থল থেকে সাহাদ্দুল মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। জিজ্ঞেসাবাদের পর তল্লাশি চালিয়ে ১১টি সোনার বিস্কুট উদ্ধার হয় যার ওজন ১২৫০.৮৫ গ্রাম। উদ্ধার হওয়া বিস্কুট গুলির বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ্য টাকা। তারপর ব্যক্তিটিকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে হিলি কাস্টমসের হাতে উদ্ধার হওয়া বিস্কুট গুলি এবং ধৃত সাহাদ্দুলকে তুলে দেবে বিএসএফ।

soldier 2| newsfront.co
নিজস্ব চিত্র

বিএসএফ সূত্র আরও খবর, সোনার বিস্কুট গুলি হাতবদল হয়ে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে। ভারতের কোন বড় শহরে পাচারের উদ্দেশ্য ছিল। বেশ কিছু দিন থেকে বিএসএফের গোয়েন্দা সংস্থার সচেষ্ট ভূমিকা সোনা পাচারের খবর আসে। সেই গোপন খবর মোতাবেক হানা দিয়ে সাফল্য মেলে বিএসএফের।

আরও পড়ুনঃসরকার বিরোধী বিক্ষোভ ইরাকে, বাগদাদে গুলিতে নিহত ২০

অন্যদিকে, গোপন খবরের ভিত্তিতে হিলি ত্রিমোহিনীতে দুটি ঠেকে হানা দেয় বিএসএফ এবং হিলি পুলিশ। তবে সেখানে তেমন কিছু না মেলায় ফিরে আসতে হয় পুলিশ বিএসএফকে।

 

 

এবিষয়ে বিএসএফের আধিকারিক জানান, বালুপাড়া এলাকায় হানা দিয়ে ১১টি বিস্কুট সহ একজনকে গ্রেফতার করা হয়। তদন্ত শুরু করেছে বিএসএফ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here