নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ইসিএলের কয়লা খনিতে বেআইনি কয়লা তুলতে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে মঙ্গলবার। কয়লার চাঙড় ভেঙ্গে পড়ে প্রাণ গিয়েছে এক শিশু সহ ৫ শ্রমিকের। যদিও অভিযোগ কয়লার চাঙড় ভেঙ্গে পড়ে ধস নামায় সেই ধসে চাপা পড়ে যান প্রায় ২০ থেকে ২২ জন শ্রমিক।
প্রাথমিক ভাবে ইসিএলের মাইন্স রেস্কিউ টিম এসে উদ্ধারকার্য চালায়। আসে ঝাড়খন্ডের নিরসা থানার পুলিশ বাহিনীও। তবে গতকালের পর থেকে মাইন্স রেস্কিউ টিম, ইসিএলের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কারুরই দেখা মেলেনি। মৃতদের পরিবারের পক্ষ থেকে বা ইসিএল কর্তৃপক্ষের তরফে কোন অভিযোগ দায়ের না হওয়ায় থেমে গিয়েছে উদ্ধারকাজ।
আরও পড়ুনঃ কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু , ১০০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের বম্বে হাইকোর্টে
খনির সুড়ঙ্গের মধ্যে আরও দশ থেকে বারো জনের মৃতদেহ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, কয়লা মাফিয়ারা সামান্য অর্থের বিনিময়ে গ্রামের গরিব মানুষদের প্রাণের ঝুঁকি নিয়ে কয়লা কাটতে নামায়। এক বস্তা কয়লার জন্য গ্রামবাসীদের দেওয়া হয় ষাট থেকে আশি টাকা। এইভাবে এক টন কয়লা বেচে মাফিয়ারা লাভ করে প্রায় দশ হাজার টাকার কাছাকাছি। তাঁদের অভিযোগ কয়লা মাফিয়া ও স্থানীয় প্রশাসনের যোগ সাজশেই দিনের পর দিন চলতে থাকে এই অপরাধ আর তারই শিকার হয় গ্রামের গরীব মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584