নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জীবিত প্যাঙ্গোলিন (বনরুই) সহ দুজনকে গ্রেফতার করল বনদফতরের কোদালবস্তি রেঞ্জের বন কর্মীরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কোদালবস্তি রেঞ্জের বনকর্মীরা ৩১ নং জাতীয় সড়ক এলাকায় অভিযান চালায় এবং একটি বাইক আটক করে । বাইকে বস্তাবন্দি করে একটি জীবিত প্যাঙ্গোলিন নিয়ে যাওয়া হচ্ছিল। শামুকতলার বাসিন্দা আলাউদ্দিন আলি ও তুফানগঞ্জের বাসিন্দা মিরাজ রহমানকে গ্ৰেফতার করে।
উদ্ধার হওয়া প্যাঙ্গোলিন। নিজস্ব চিত্র