উদ্ধার কার্যে নিষ্ক্রিয় প্রশাসন,স্থানীয়দের তৎপরতায় উদ্ধার ডুবে যাওয়া নৌকা

0
374

নিজস্ব সংবাদদাতা,ডোমকলঃ

Rescue Sink Boat
উদ্ধার কার্যে স্থানীয়রা। নিজস্ব চিত্র

ডোমকলের মধ্য গরিবপুরে গতকাল সন্ধ্যায় ডুবে যাওয়া নৌকায় এখনো পর্যন্ত নিঁখোজ তিনজন।নিখোঁজদের উদ্দেশ্যে তল্লাশি চলছে।ডুবে যাওয়া দুটি নৌকার মধ্যে একটি নৌকা উদ্ধার করা গেছে।উদ্ধারকার্য ঘিরে প্রশাসনের তৎপরতা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচসদস্য উদ্ধার কার্যে এলেও তারা নিষ্ক্রিয় বলে আভিযোগ এলাকাবাসীর।ডুবে যাওয়া দুটি নৌকার একটি উদ্ধার করেছে স্থানীয় গরীবপুর বুলবুল সঙ্ঘের সদস্যদের তৎপরতায়।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ডোমকলের মধ্য গরিবপুর গ্রামে ভৈরব নদীতে অতিরিক্ত যাত্রী পরিবহনের ফলে ডুবে যায় নৌকা।নৌকায় প্রায় ষাটজন মতো যাত্রী সঙ্গে বাইক, সাইকেলও ছিল।এখন পর্যন্ত তিনজন নিখোঁজ।
ঘটনাস্থলে পৌঁছেছেন ডোমকলের মহকুমা শাসক,সমষ্টি উন্নয়ন আধিকারিক,ডোমকল পৌরসভার চেয়ারম্যান।

Rescue Sink Boat
উদ্ধার হওয়া নৌকাতে করেই চলছে তল্লাশি স্থানীয়দের।নিজস্ব চিত্র

আরো পড়ুনঃ ডোমকলে নৌকাডুবি,নিঁখোজ সাত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here